![](https://bnst1.latestly.com/uploads/images/2024/10/monkey.jpg?width=380&height=214)
নয়াদিল্লিঃ টানা ৩৬ ঘণ্টা অন্ধকারে(Power Cut) ডুবল শ্রীলঙ্কা(Sri Lanka)। এক হনুমানের(Monkey) কারণেই দেশজুড়ে নামল অন্ধকার। জানা গিয়েছে, গত রবিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বিদ্যুৎ গ্রিডের একটি সাব-স্টেশনে হানা দেয় এক হনুমান। আর এই হনুমানের তাণ্ডবেই বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয় সিংহল প্রদেশে। দেশব্যাপী ব্ল্যাকআউটের জন্য ওই হনুমানকেই দায়ী করেছেন প্রশাসনিক কর্তারা।
হনুমানই ফের মুখ পোড়াল লঙ্কার! অন্ধকারে গোটা দেশ
জানা গিয়েছে, এদিন বেলা ১১ টা নাগাদ বন্ধ হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা। প্রাথমিকভাবে লোডশেডিং বলে মনে করা হলেও পরে ধোঁয়াশা কাটে। বেলা গড়ালেও পরিষেবা স্বাভাবিক না হওয়ায় বাড়ে উদ্বেগ। এরপরই সামনে আসে হনুমানের কীর্তি। শ্রীলঙ্কার মন্ত্রী কুমারা জয়াকোদি সাংবাদিকদের বলেন, ‘বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমারের সংস্পর্শে আসে একটি হনুমান। এতে করে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়ে। এ ঘটনার পর বিদ্যুৎপরিষেবা স্বাভাবিক করতে কাজ করেছেন কর্মীরা। দ্রুত বিদ্যুৎ পরিষেবা আগের অবস্থায় ফিরবে।’ যদিও প্রশাসনিক কর্তাদের এই সাফাই মানতে নারাজ অনেকে। একটি হনুমানের কারণে এই ঘটনা ঘটে গেল? সরকারি প্রতিষ্ঠানের অন্দরে হনুমান ঢুকলই বা কী করে> নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ লুকিয়ে যা অস্বীকার করছে ভারতের পড়শি দ্বীপরাষ্ট্র তা নিয়ে আলোচনা বিভিন্ন মহলে।
হনুমানের উপদ্রবে টানা ৩৬ ঘণ্টা অন্ধকারে ডুবল শ্রীলঙ্কা
Minister blames monkey for Sri Lanka nationwide power cut. pic.twitter.com/Xq2Vz8qbOR
— FDNews (@fdnews11) February 10, 2025