নয়াদিল্লিঃ পাঁচ দিনের জন্য দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। সোমবার এআই সামিটে যোগ দিতে পৌঁছেছেন প্যারিসে(Paris)। ফ্রান্সের(France) প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর আমন্ত্রণেই সেদেশে গিয়েছেন মোদী। বক্তব্য রেখেছেন বিশেষ সম্মেলনে। শুধু তাই নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিয়ে সতর্কবার্তা দেন মোদী। প্রধানমন্ত্রীর কথায়, "প্রত্যেকের উচিত এআই-কে বুঝে চলা।" মোদীর মতে বর্তমানে এআই রোজই সাধারণ মানুষের প্রয়োজনে লাগবে। তবে তা সতর্কভাবে ব্যবহার করতে হবে। এদিন বৈঠক শেষে দক্ষিণ ফ্রান্সের শহর মারসেইলির এক হোটেলে ফিরে যান মোদী। হোটেলের বাইরে মোদীর জন্য অপেক্ষা করছিলেন প্রবাসী ভারতীয়রা। তাঁদের সঙ্গে দেখা করেন মোদী। হাসিমুখে সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। এদিন হাতে তিরঙ্গা নিয়ে মোদীর জন্য অপেক্ষা করছিলেন প্রবাসী ভারতীয়রা।
ফ্রান্সের মাটিতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ মোদীর
প্রসঙ্গত, মোট পাঁচদিনের বিদেশ সফরে রয়েছেন মোদী। ফ্রান্স সফর শেষে বুধবার উড়ে যাবেন মার্কিন মুলুকের দিকে। বুধেই বন্ধু ডোনাল্ড ট্রাম্পের দেশে পা রাখবেন নমো। ট্রাম্প দ্বিতীয়বারের মতো আমেরিকার মসনদে বসার পর এটা মোদীর প্রথম আমেরিকা সফর, তাই বাড়তি নজর তো থাকছেই। আমেরিকা সফর নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোদী। এক্স হ্যান্ডেলে লেখেন, এই সাক্ষাতে দুদেশের সম্পর্ক আরও মজবুত হবে এনিয়ে বিশ্বাসী তিনি। আমেরিকার নিয়েও আজ প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, "আমেরিকা সফরে দু'দেশের সম্পর্ক আরও মজবুত হবে। বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও বাড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমি বৈঠকে বসব। প্রথমবার তিনি যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তাঁর সঙ্গে কাজ করার সমস্ত স্মৃতি আজও আমার মনে উজ্জ্বল।"
ফ্রান্সের মাটিতে দেশের ছোঁয়া, প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ মোদীর
#WATCH | France: Prime Minister Narendra Modi greets the Indian diaspora, at a hotel in Marseille.
(Video - ANI/DD) pic.twitter.com/v2e6c4F2Xt
— ANI (@ANI) February 12, 2025