![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/1-218893712.jpg?width=380&height=214)
মুম্বই, ১১ ফেব্রুয়ারিঃ মা-বাবার সঙ্গম, সহবাহ নিয়ে মন্তব্য করে গোটা দেশের নিন্দা কুড়াচ্ছেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। তাঁর কুরুচিকর মন্তব্য ঘিরে ছিছিক্কার কাণ্ড বেঁধেছে। ইতিমধ্যেই একাধিক এফআইআর দায়ের হয়েছে রণবীরের বিরুদ্ধে। বিপাকে পড়ে ক্ষমা চান তিনি। ভিডিয়ো বার্তা শেয়ার করে রণবীর জানান, তিনি যা মন্তব্য করেছেন তা একাবারেই অনুচিত। মা-বাবার যৌনতা নিয়ে মন্তব্য করে যে হারে দেশবাসীর নিন্দা কুড়াচ্ছেন তিনি তা তাঁর ইউটিউব শো'য়ের উপরেও নেতিবাচক প্রভাব ফেলছে।
'বিয়ার বাইসেপস' (Beer Biceps) নামে রণবীরের একটি ইউটিউব চ্যালেন রয়েছে। সেখানে নামীদামী অতিথিদের নিয়ে এসে পডকাস্ট শো সঞ্চালনা করেন তিনি। বলিউড তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় গুরু বহু ব্যক্তিত্ব ইতিমধ্যেই ঘুরে গিয়েছেন রণবীরের পডকাস্ট শো থেকে। সদ্য সেই শো'য়ে অতিথি হয়ে আসার কথা ছিল খ্যাতনামা গায়ক বি প্রাকের (B Praak)। কিন্তু ইন্ডিয়াস গট লেটেন্ট'এ (India’s Got Latent) রণবীরের নিন্দনীয় মন্তব্যের জেরে তাঁর পডকাস্ট শো'য়ে আসা বাতিল করে দিলেন গায়ক। ইনস্টাগ্রামে ভিডিয়ো বার্তায় প্রাক বললেন, 'বিয়ার বাইসেপসের পডকাস্টে যাওয়ার কথা ছিল আমার। কিন্তু আমি এটি বাতিল করেছি। কেন? আপনি কি জানেন কী ধরণের করুণ চিন্তাভাবনা এবং শব্দ ব্যবহার করা হচ্ছে? সময় রায়নার শো'তে যা সব হচ্ছে তা আমাদের ভারতীয় সংস্কৃতি নয়'।
ধাক্কা রণবীরের পডকাস্ট শোয়ে!
বি প্রাক (B Praak) আরও বললেন, 'রণবীর এলাহাবাদিয়া, তুমি সনাতন ধর্ম এবং আধ্যাত্মিকতা প্রচার করো। তোমার পডকাস্টে এত মহান মানুষ আসেন, এত মহান সাধু আসেন। তবুও তোমার চিন্তাভাবনা এত জঘন্য'?
রণবীরের পডকাস্টে আসা বাতিল করলেন বি প্রাকঃ
View this post on Instagram
সময় রায়নার (Samay Raina) ইউটিউব শো 'ইন্ডিয়াস গট লেটেন্ট'এর (India’s Got Latent) সাম্প্রতিক সম্প্রচারের একটি ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে ইউটিউবার রণবীরকে একজন প্রতিযোগীর বাবা-মায়ের সহবাস সম্পর্ক নিয়ে অশ্লীল মন্তব্য করতে শোনা গিয়েছে। বিতর্কিত এই মন্তব্য শুনে অনুষ্ঠানের অন্যান্য অতিথি তথা বিচারকেরা উৎসাহে ফেটে পড়েন। এরপরেই ক্ষেপে যান নেটবাসীর একাংশ। অশ্লীল রসিকতা এবং অশালীন কথবার্তা প্রচারের সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়া জুড়ে। প্রতিবাদের ঝড় তুলেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। ন্যাশানাল ক্রিয়েটর হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছিলেন রণবীর। সেই প্রসঙ্গ তুলেও বিরোধীরা ময়দানে নেমেছেন।