চলতি বছর দক্ষিণ অয়নান্ত দিবস (Winter Solstice) পালন করা হবে ২২ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার। প্রত্যেক বছর ২০ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে এই দক্ষিণ অয়নান্ত দিবস পালন করা হয়। দক্ষিণ অয়নান্ত দিবসে বছরের সবেচেয়ে ছোট দিন দেখা যায়। দিন যেমন ছোট হয়, তেমনি দক্ষিণ অয়নান্ত দিবসে রাত হয় লম্বা। বছরের সবচেয়ে বড় রাত দেখা যায় এই দক্ষিণ অয়নান্ত দিবসে। যদিও শীত পড়ার পর এই মরশুমের প্রত্যেক দিন যেমন ছোট হয়, তেমনি রাত হয় লম্বা। দক্ষিণ অয়নান্ত দিবসের পর থেকে একটু একটু করে বাড়তে শুরু করে দিনের দৈর্ঘ। অনেকে বিশ্বাস করেন, দক্ষিণ অয়নান্ত দিবসে সূর্যের পুনর্জন্ম হয়।
উত্তর গোলার্ধে দক্ষিণ অয়নান্ত দিবসকে শীত সংক্রান্তি বলেন অনেকে। পাশাপাশি দক্ষিণ গোলার্ধে দক্ষিণ অয়নান্ত দিবসকে গ্রীষ্ম সংক্রান্তি বলা হয় বলে জানা যায়।
দক্ষিণ অয়নান্ত দিবসে সূর্যের আলো মকরক্রান্তি রেখার উপর লম্বালম্বিভাবে পড়ে। ফলে এইদিনে দক্ষিণ গোলার্ধে সূর্য কিরণ সর্বাধিক পড়ে। ফলে এই দিন দক্ষিণ গোলার্ধে দিন ছোট হয় এবং বছরের সবচেয়ে বড় রাত দেখা যায়।