Vijayadashami: দুর্গাপুজোর শেষ দিনটি অর্থাত্ দেবীপক্ষের দশম দিনটিকে দশমী বা বিজয়া দশমী (Vijayadashami) বলা হয়ে থাকে। দশমী মানেই ঘরের মেয়ে অর্থাৎ উমার বিদায় বেলা। এদিন পিতৃগৃহ ছেড়ে উমা ফিরে যান কৈলাশে তাঁর স্বামী মহাদেবের কাছে। দশমীতে দেবী বরণের পর সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা। দশমীর দিন এঁয়ো স্ত্রীরা আগে দেবীকে বরণ করেন, তাঁর কপালে সিঁদুর ছুঁইয়ে সেই সিঁদুর একে অন্যের সিঁথিতে দেন। এটিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়।
আবার একটা বছরের লম্বা অপেক্ষায় দিন গুনবে বাঙালি। মা দুর্গাকে ঘরের মেয়েকে নিয়ে আনন্দ উৎসবে মেতে থাকা বাঙালির এদিন মাকে বিদায় জানাতে মন ভরাক্রান্ত হয়ে ওঠে । তবে দশমীতে মন খারাপের রেশ থাকলেও তা কেটে যায় ঠাকুর বরণে, ভাসানের আগের ধুনুচি নাচে। মন খারাপের মাঝেও হাসিমুখে সিঁদুর খেলা ও মিষ্টিমুখের মাধ্যমে মহা আড়ম্বরে ঘরের মেয়েকে তার শ্বশুরবাড়ি পাঠাতে ব্যস্ত হয়ে ওঠেন ভক্তরা।
চলুন দেখে নেওয়া যাক দশমীর নির্ঘণ্ট-
চলতি বছর বিজয় দশমী পড়েছে ১২ ও ১৩ অক্টোবর।
বিজয়াদশমী ২০২৪ তিথি
দশমী তিথি শুরু হচ্ছে ১২ অক্টোবর সকাল ১০:৫৮।
দশমী তিথি শেষ হবে ১৩ অক্টোবর সকাল ০৯:০৮।
হিন্দু সংস্কৃতিতে বিজয়াদশমীর গভীর পৌরাণিক তাৎপর্য রয়েছে। পুরাণে মহিষাসুর বধ কাহিনীতে লেখা রয়েছে,মহিষাসুরের সঙ্গে ৯ দিন ৯ রাত্রি যুদ্ধ করার পর দশম দিনে তার বিরুদ্ধে জয়লাভ করেন দুর্গা। নারী শক্তির এই জয়লাভকেই 'বিজয়া' বলে ব্যাখ্যা করা হয়েছে। আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে বাপের বাড়ি ছেড়ে উমা পাড়ি দেন স্বামীগৃহ কৈলাসের দিকে।