Pimple Diagnosed With Cancer: মুখের মধ্যে ব্রণ বের হওয়া খুবই সাধারণ একটা বিষয়। বয়ঃসন্ধি কালে হরমোনের পরিবর্তন, অতিরিক্ত তেল মশলা সম্পন্ন খাবার খাওয়ার কারণে মুখে ব্রণ বের হওয়া নতুন কিছু নয়। অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন যাবত মুখে ব্রণ হওয়ার সমস্যায় ভুগছেন। কিন্তু মুখের এক সামান্য ব্রণ ক্যানসারের চেহারা নিতে পারে (Pimple Diagnosed With Cancer)। নিউজিল্যান্ডের এক ৫২ বছর বয়সী মহিলার নাকের উপর হওয়া ব্রণকে স্কিন ক্যানসারে (Skin Cancer) চিহ্নিত করল চিকিৎসকরা। তাঁর বায়োপসি রিপোর্টে ধরা পরে তিনি বেসাল সেল কার্সিনোমায় (ত্বকের ক্যানসারের একটি ধরণ) আক্রান্ত।
২০২২ সালের এপ্রিল মাসে নিউজিল্যান্ডবাসী মিশেল ডেভিস লক্ষ্য করেন তাঁর নাকের উপর এক ফুসকুড়ি বের হয়েছে। সাধারণ ব্রণ ভেবে তাতে গুরুত্ব দেননি তিনি। কিন্তু মাঝে মধ্যেই সেই ফুসকুড়ি থেকে রুক্ত বের হয়। জ্বালাভাব দেখা দেয়। টানা এক সপ্তাহ ধরে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তিনি এক চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যান। চিকিৎসক খারাপ কিছু লক্ষণ অনুভব করেই মহিলাকে বলেন, তাঁর নাকের ফুসকুড়ির বায়োপসি করার জন্যে। সেই রিপোর্ট হাতে পেতেই মহিলার চক্ষু চড়ক গাছ। বেসাল সেল কার্সিনোমায় (Basal Cell Carcinoma) আক্রান্ত হন তিনি।
চিকিৎসকরা মহিলাকে অস্ত্রোপচারের মাধ্যমে নাকের ক্যানসার সংক্রমিত অংশ কেটে বাদ দেওয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের সেই পরামর্শ মত নাকের অস্ত্রোপচার করান মিশেল। যদিও একবার ত্বকের ক্যানসারে আক্রান্ত হওয়ার ফলে ভবিষ্যতে আবারও ওই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে গিয়েছে তাঁর।
তবে চিকিৎসকদের মতে, স্কিন ক্যানসার খুব একটা ছড়ায় না। তাই সঠিক সময়ে ত্বকের ক্যানসার শনাক্ত করলে এই রোগের নিরাময় সম্ভব। তবে স্কিন ক্যানসারে মৃত্যুর ঘটনাও অস্বাভাবিক নয়।