প্রতি বছর ২ জুন পালন করা হয় আন্তর্জাতিক যৌনকর্মী দিবস। যৌনকর্মীদের অধিকার, তাদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি বৃদ্ধির জন্য পালিত হয় এই দিনটি। আন্তর্জাতিক যৌনকর্মী দিবস পালন করার উদ্দেশ্য হল তাদের পেশার ভিত্তিতে তাদের উপর বৈষম্য, সহিংসতা এবং অবিচার যেন না হয় এবং অন্যান্য পেশাজীবীদের মতো তাদেরও সমাজের একটি অংশ মেনে নেওয়ার বিষয়ে সকলকে সচেতন করা। গ্লোবাল নেটওয়ার্ক অফ সেক্স প্রজেক্টস অনুসারে, আন্তর্জাতিক যৌনকর্মী দিবস ২০২৪-এর থিম হল 'ন্যায়বিচারে অ্যাক্সেস'। এই সংগঠনের মূল লক্ষ্য হল সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকল যৌনকর্মীদের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা।

১৯৭৫ সালের ২ জুন, ফ্রান্সের লিয়নের সেন্ট-নিজিয়ার চার্চে জড়ো হয় ১০০ জন যৌনকর্মী। তাদের দাবি ছিল চার্চে বসবাসরত যৌনকর্মীদের উপর পুলিশি হয়রানি বন্ধ করার পাশাপাশি তারা যে হোটেলগুলিতে কাজ করে সেগুলি পুনরায় চালু করতে হবে এবং তাদের হত্যার তদন্ত সঠিক ভাবে করতে হবে। তারা একটি ব্যানার বানিয়েছিল যাতে লেখা ছিল, 'আমাদের সন্তানরা চায় না তাদের মা জেলে যাক'।

যৌনকর্মীদের ১০ দিনের এই আন্দোলন দৃষ্টি আকর্ষণ করে গোটা বিশ্বের। ফরাসি পুলিশ তাদের দাবি উপেক্ষা করে তাদের আরও কঠোর শাস্তির হুমকি দেয়। কিন্তু ততক্ষণে যৌনকর্মীদের এই আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে ইউরোপ ও ব্রিটেনেও। অবশেষে গঠিত হয় গ্লোবাল নেটওয়ার্ক অফ সেক্স ওয়ার্ক প্রজেক্ট, যার অধীনে প্রতি বছর ২ জুন আন্তর্জাতিক যৌনকর্মী দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। যৌনকর্মীদের স্বাস্থ্য ও তাদের মানবাধিকারের পক্ষে কথা বলে এই সংগঠন।