ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠ তিথিতে পালন করা হয় মা যশোদার জন্মদিন। ধর্মীয় বিশ্বাস অনুসারে, কৃষ্ণের মা যশোদা জন্মগ্রহণ করেছিলেন এই দিনে। মা দেবকীর গর্ভ থেকে শ্রী কৃষ্ণ জন্ম হলেও তাঁকে লালন-পালন করেছেন মা যশোদা। মান্যতা আছে এই দিনে মা যশোদার আরাধনা করলে পাপ মুক্ত হওয়ার পাশাপাশি জীবনে সুখ ও শান্তি আসে। এবার জেনে নেওয়া যাক ২০২৪ সালে যশোদা জয়ন্তী কবে, এছাড়া পুজোর সময় ও গুরুত্ব।
২০২৪ সালে যশোদা জয়ন্তী দিয়ে শুরু হচ্ছে মার্চ মাস। ১ মার্চ পালন করা হবে যশোদা জয়ন্তী। মা যশোদা হলেন মাতৃপ্রেমের প্রতীক। কথিত আছে, এই দিনে মা যশোদা ও তাঁর পুত্র কৃষ্ণের পুজো করলে সন্তান লাভের সুখ পাওয়া যায়। পঞ্জিকা অনুসারে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি পড়েছে ১ মার্চ, সকাল ০৬:২১ মিনিটে। এই তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ ২ মার্চ, সকাল ০৭:৫৩ মিনিটে।
ফাল্গুন মাসে শ্রী কৃষ্ণের আরাধনা বিশেষ ফলদায়ক বলে মান্যতা রয়েছে। এই দিনে কৃষ্ণের শিশুরূপের পুজো করলে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের সুখ পায়। ভগবান কৃষ্ণের মা যশোদার জন্মবার্ষিকী পালিত হয় গুজরাট, মহারাষ্ট্রের সঙ্গে দক্ষিণ ভারতীয় রাজ্যেও। এই দিনে মায়েরা তাদের সন্তানের দীর্ঘায়ু ও সফল জীবনের জন্য উপবাস করে মা যশোদাকে পুজো করে।