হিন্দু ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ উপবাস হল সন্তান সপ্তমী ব্রত, যা প্রধানত সন্তানদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য পালন করেন মায়েরা। বিশ্বাস করা হয় যে এই উপবাস ও পুজো পালন করলে নিঃসন্তান দম্পতিরাও সন্তান লাভের সুখ পায়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ভাদ্র মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে পালন করা হয় সন্তান সপ্তমী ব্রত, এই দিনটি ললিতা সপ্তমী নামেও পরিচিত। এই দিনে পুজো করা হয় ভগবান শিব ও দেবী পার্বতীর। সন্তানের সুখ ও দীর্ঘায়ুর জন্য সন্তান সপ্তমী গুরুত্বপূর্ণ।
রাজস্থানে সন্তান সপ্তমী উপবাসটি দুবদি সপ্তমী নামেও পরিচিত। রাজস্থানে অত্যন্ত আড়ম্বর সহকারে পালন করা হয় দুবদি সপ্তমীর উপবাস ও পুজো। ২০২৪ সালে সন্তান সপ্তমী পালন করা হচ্ছে ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার। এদিন ব্রহ্মমুহুর্ত শুরু হয়েছে সকাল ০৪:৩১ মিনিটে। ভাদ্র কাল থাকবে রাত ১১:১১ মিনিট থেকে সকাল ০৬:০৩ মিনিট পর্যন্ত এবং রাহু কাল থাকবে দুপুর ০৩:২৪ মিনিট থেকে বিকাল ০৪:৫৭ মিনিট পর্যন্ত। সন্তান সপ্তমী শেষ হবে ১১ সেপ্টেম্বর। রাহু কাল এবং ভাদ্র কালের সময় কোন শুভ কাজ করা উচিত নয়।
সন্তান সপ্তমীর দিন প্রথমে ব্রহ্মমুহূর্তে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরে শিব ও মা পার্বতীর উপবাস ও পুজো করার প্রতিজ্ঞা নেওয়া হয়। এরপর পুজোর জায়গা লাল কাপড় বিছিয়ে তার উপর স্থাপন করা হয় শিব ও পার্বতীর মূর্তি। এবার সামনে একটি কলশ বসিয়ে তাতে আমের পাতা রাখা হয়। এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে মন্ত্র জপ করে করা হয় পুজো। শিব ও পার্বতীকে অর্পণ করা হয় সাদা চন্দন, পান, সুপারি, হলুদ, চাল, কুমকুম, সাদা ও লাল ফুল। নৈবেদ্য হিসেবে নিবেদন করা হয় ফল এবং মিষ্টি। সন্তানদের সুখী ভবিষ্যত এবং সুস্বাস্থ্যের জন্য এদিন শিব চালিসা পাঠ করা উচিত। অবশেষে, ভগবান শিব এবং দেবী পার্বতীর আরতি করে মিষ্টি পুরি খেয়ে ভঙ্গ করা হয় উপবাস।