চতুর্থী তিথির দিনটি উৎসর্গ করা হয় ভগবান শ্রী গণেশকে। প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিকে বলে সংকষ্টী চতুর্থী। পৌরাণিক গ্রন্থ অনুসারে, সংকষ্টী চতুর্থীর উপবাস করলে কষ্ট ও দুঃখ দূর হয় ভক্তদের। ভগবান গণেশ হলেন বুদ্ধি, শক্তি ও প্রজ্ঞার দেবতা। বাপ্পার কৃপায় একজন ব্যক্তি কর্মজীবনে উন্নতি লাভ করতে পারে। জেনে নিন ২০২৪ সালের চৈত্র মাসের ভালচন্দ্র সংকষ্টী চতুর্থী কবে...
২০২৪ সালের চৈত্র মাসের ভালচন্দ্র সংকষ্টী চতুর্থী পড়েছে ২৮ মার্চ, বৃহস্পতিবার। এই দিনে সূর্যোদয়ের সঙ্গে উপবাস করা শুরু হয় এবং চন্দ্রোদয়ের পর চন্দ্রকে পুজো করে উপবাস ভঙ্গ করা হয়। এই উপবাস করলে সুখ ও সৌভাগ্য বৃদ্ধি হয়। পঞ্জিকা অনুসারে, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী ২৮ মার্চ, সন্ধ্যা ০৬:৫৬ মিনিটে শুরু হবে এবং শেষ হবে পরের দিন তথা ২৯ মার্চ, রাত ০৮:২০ মিনিটে। পুজোর শুভ সময় হল সকাল, ১০:৫৪ মিনিট থেকে দুপুর ১২:২৬ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা ০৫:০৪ মিনিট থেকে সন্ধ্যা ০৬:৩৭ মিনিট পর্যন্ত। এদিন চন্দ্রোদয়ের সময় রাত ০৯:২৮ মিনিট।
ভালচন্দ্র সংকষ্টী চতুর্থীর দিন ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে উপবাসের সংকল্প করতে হয়। এরপর নিয়ম অনুযায়ী ভগবান গণেশের পুজো করতে হবে। ভগবানকে নিবেদন করতে হবে তিল, গুড়, লাড্ডু ও মোদক। এরপর গণেশ চালিসা এবং সংকট চৌথ উপবাসের গল্প পড়তে হয়। সব শেষে তথা মন্ত্র জপ ও গল্প পাঠ করার পর ভগবান গণেশের আরতি করতে হবে এবং রাতে চাঁদে অর্ঘ্য নিবেদন করে ভঙ্গ করতে হবে উপবাস।