ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)-র অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার বিকেল চারটে নাগাদ নবান্নে প্রায় আধ ঘণ্টা ধরে দিদির সঙ্গে কথা বললেন নওশাদ। ভাঙড়ে (Bhangar) তাকে কাজ করতে চাওয়া হচ্ছে না বলে মমতার কাছে নালিশ করেন আইএসএফ-এর বিধায়কের। প্রশাসনিক অসহযোগিতায় নিজের বিধায়ক তহবিলের টাকা ভাঙড়ের উন্নয়নে খরচ করতে পারছেন না বলেই মুখ্যমন্ত্রীর কাছে এ দিন অভিযোগ করেন নওশাদ৷ মন দিয়ে নওশাদের কথা শোনেন মমতা।
ভাঙড়-১ এবং ভাঙড়-২ ব্লকে প্রশাসনিক অসহযোগিতায় তিনি কোনও কাজই করতে পারছেন না বলে ISF বিধায়কের অভিযোগ। বিডিও থেকে শুরু করে জেলাশাসক পর্যন্ত প্রশাসনের সাহায্য তিনি পাচ্ছেন না বলে নওশাদের অভিযোগ। এদিন, রাজ্য বিধানসভাতেও এই ইস্যুতে সরব হন ভাঙড়ের বিধায়ক।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)