আগামী বৃহস্পতিবার, ১১ মার্চ মহাশিবরাত্রি (Mahashivratri 2021)। এই দিনটিকে ধুমধাম করে পালন করেন শিবভক্তেরা। শিবপূরাণ মতে, শিবরাত্রিতে যথাযথ নিয়ম মেনে বিল্বপত্র সহযোগে পুজো করলে ভগবান তুষ্ট হন। এদিন ভক্তেরা কঠোর ভাবে উপবাস পালন করেন। দৃকপঞ্জিকা অনুসারে দক্ষিণ ভারতে হিন্দু ক্যালেন্ডারের মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। উত্তর ভারতে ফাল্গুন মাসের মাসিক শিবরাত্রি মহাশিবরাত্রি নামে পরিচিত।
এ বছর মহাশিবরাত্রি উদযাপন হবে ১১ মার্চ। চতুর্দশী তিথি শুরু হবে ২০২১-এর ১১ মার্চ বেলা ২টো ৩৯ মিনিটে এবং চতুর্দশী শেষ হবে ১২ মার্চ ২০২১ বিকেল ৩টে ২ মিনিটে।
শিব পুজোয় কী কী করবেন?
- শিব চতুর্দশীর দিন সকাল সকাল নিদ্রা ত্যাগ করুন। কালো তিল ভেজানো জলে স্নান করতে হয়। শিব পূরাণে বলা আছে কালো তিল ভেজানো জলে স্নান করলে শরীর শুদ্ধ হয়।
- এরপর শিবের মন্ত্র, গান, ভজন শুনুন। চেষ্টা করবেন চতুর্দশীর দিন মনকে শান্ত রাখা, মাথা গরম না করা।
- রাতে বাড়িতেই শিব রাত্রি পালন করুন। চতুর্দশীর সারাদিন নিজের মন ও শরীরকে শুদ্ধ রাখার জন্য সংকল্প করার কথা বলা হয়। এর জন্য সারাদিন উপবাস রাখতে হবে এবং মনে মনে ওঁ নমঃ শিবায়ঃ মন্ত্র জপ করতে হবে ৷ তাহলেই মহাদেব সন্তুষ্ট হবেন ৷
- শিব পুজোয় বিল্বপত্র, সাদা রঙের ফুল, গঙ্গাজল, শুদ্ধ ভস্ম, চন্দন বাটা এবং দুধ দিয়েই আরাধনা করুন।
- শিব ঠাকুরের দুধ খুব প্রিয়। তাই দুগ্ধজাত যেকোনও উপকরণ ক্ষীর, দুধের বরফি এমনকি ভাঙও নিবেদন করা যেতে পারে।
- শিবরাত্রির দিন উপোস করে পুজো দিতে হয়। দুধ, ফল, সাবু আহার করেও দিন অতিবাহিত করা যায়।
- শিবপূরাণে বলা রয়েছে, চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হলেও প্রস্তুতি শুরু করতে হবে ত্রয়োদশীর দিন থেকেই। সেই অনুসারে ত্রয়োদশীর দিন এক বেলা নিরামিষ ভোজন করতে হয়।
শিব পুজোয় কী কী করবেন না?
- মহাদেবের পুজোয় তুলসী পাতার ব্যবহার করবেন না। তুলসী নিবেদন করলে মহাদেবের পুজো অসম্পূর্ণ রয়ে যাবে।
- শিবের পুজোয় শঙ্খধ্বনি দিতে নেই। এতে মহাদেব অসন্তুষ্ট হবেন।
- শিবরাত্রির দিন দেরিতে ঘুমোতে যাবেন না।
- ভক্তেরা যাঁরা উপবাস রাখবেন তারা ভুল করেও আমিষ ভোজন করবেন না।
- সেদিন মিথ্যে কথা এবং ঝগড়া, ঝামেলা থেকে বিরত থাকবেন।
- যেহেতু দেশজুড়ে করোনার প্রকোপ রয়েছে, তাই চেষ্টা করবেন মন্দিরে না গিয়ে বাড়িতেই এবছরের পুজো সারুন।
- শিবলিঙ্গে প্রদক্ষিণ করার সময় অর্ধবৃত্তে তা করবেন।
এই নিয়মগুলি যথাযথভাবে ভক্তিভরে পালন করলে দেবাদিদেব শিব সন্তুষ্ট হবেন।