১৯৯৯ সালের ২৬শে জুলাই, ভারতীয় বীর সৈনিকদের রক্তে ৬০ দিন নিরন্তর লড়াইয়ের পরে উদয় হয়েছিল স্বাধীনতার সূর্যের, তার প্রথম আলো যেমন কার্গিলের শিখরে করে তুলেছিল রঞ্জিত, তেমনই কার্গিলের বাতাসে উড়েছিল ভারতের বিজয়পতাকা, শেষ হয়েছিল কার্গিল যুদ্ধ (Kargil War)। সেই ঘটনার স্মরণে আজও প্রতি বছর ২৬ জুলাই উদযাপিত হয় কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas) ।সেই যুদ্ধে আমরা যেসব বীর সৈনিকদের হারিয়েছি তাঁদেরকে শ্রদ্ধা জানিয়ে রইল আমাদের শুভেচ্ছা বার্তা। যুদ্ধের অংশগ্রহণকারী সমস্ত সৈনিকদের স্মরণ করে শেয়ার করুন কার্গিল বিজয় দিবসের শুভেচ্ছা, অভিনন্দন বার্তা।

On This Day in the Year 1999, India Won the War Against Pakistan. We Should Be Proud of Our Nation’s Brave Soldiers.
People Have Lost Someone Close to Their Hearts. We Can’t Get Them Back, but We Can Certainly Stand for Them, Who Sacrificed Their Lives for Us. By Lighting a Candle in Their Name on the Occasion of Kargil Vijay Diwas, We Can Show Our Presence.
I Salute All the Brave Soul on Kargil Vijay Diwas. To the Jawans Who Laid Down Their Everything for the Country, We Value Your Sacrifice.
Dear, Jawan, The Nation Will Always Be Grateful to You for Your Supreme Sacrifice, fearlessness, and Courage.
A Day to Remember the Gallant Steps and Sacrifices of the Indian Armed Forces.