আসিয়ে ভুবনে এ তনু ধারণে, যাতনা না হয় বলো কার রে | একবার হেরিলে ও কায়, সব দুখ যায়, এই গুণ শ্যামা মা’র রে ||
শ্যামা পুজো। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো পেরিয়ে বাঙালি এখন ব্যস্ত মা কালীকে স্বাগত জানাতে। করোনা আবহেই বাঙালি মেতে উঠেছিল দুর্গোৎসবে। করোনা বিধি মেনে উৎসবে কিছুটা ভাটা পড়লেও পরিবার-পরিজন নিয়ে পুজোর চারটে দিন আনন্দে মেতে উঠেছিল সবাই। দুর্গাপুজোর রেশ কাটিয়ে ঘরে ঘরে হয়েছে লক্ষ্মীর বন্দনা। এবার কালীপুজোর (Kali Puja 2020) পালা। দুর্গাপুজোর মতই বেশ কিছু নিয়ম-নিয়ন্ত্রণ মেনে বাঙালি কালীপুজোর বন্দনায় মেতে উঠেছে।
১৪ নভেম্বর কালীপুজো। ১৫ নভেম্বর গোটা দেশ মেতে উঠবে দীপাবলিতে। চারিদিকে আলোর রোশনাই রঙিন হয়ে ওঠার পালা এদিন। নভেম্বরের অমাবস্যা তিথিতে মা কালীর পুজো করা হয়, একে কার্তিক অমাবস্যা বলা হয়। অনেকে এই অমাবস্যাকে কৃষ্ণা অমাবস্যাও বলে থাকেন। কার্তিক অমাবস্যার তিথি পড়েছে ১৪ নভেম্বর ২টো বেজে ১৭ মিনিটে, তিথি শেষ হবে ১৫ অক্টোবর সকাল ১০টা বেজে ৩৬ মিনিটে।
কালীপুজোর আগের দিন পালন করা হয়। ২৮ কার্তিক, শনিবার ভূত চতুর্দশী সম্পন্ন হবে। এদিন ১৪ প্রদীপ জ্বালিয়ে ১৪ শাক খেয়ে শুভ সময়ের সূচনা হয় বাংলার ঘরে ঘরে। ১৪ শাকের মধ্যে রয়েছে- ওল, কেঁউ, বেতো, সরষে, কালকাসুন্দে, জয়ন্তী, নিম, হেলঞ্চা, শাঞ্চে, পলতা, গুলঞ্চ, ভাঁটপাতা, শুলফা, শুষণী শাক।