২০২৪ সালে বকরি ঈদ পালন করা হচ্ছে আজ তথা ১৭ জুন, সোমবার। ঈদ-উল-আধা হল ত্যাগের উৎসব, তাই একে বলা হয় বকরি ঈদ। আজ বকরি ঈদ উপলক্ষে মসজিদে নামাজ আদায় করার পর পরিবার ও আত্মীয়স্বজনকে অভিনন্দন জানানো হয়। এছাড়া কোরবানির মাধ্যমে দান করার নিয়ম রয়েছে এদিন। ঈদ-উল-আধা উপলক্ষে অনেকেই নামাজ পড়তে যান দেশের বিখ্যাত মসজিদগুলোতে। আজ জেনে নেওয়া যাক ভারতের এমনই কিছু বিখ্যাত এবং ঐতিহাসিক মসজিদ সম্পর্কে।

তাজ-উল-মসজিদ

ভারতবর্ষের সবচেয়ে বড় মসজিদটি রয়েছে মধ্যপ্রদেশের ভোপালে। এশিয়ার বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি হল এটি। মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের শাসনকালে ভোপালের তাজ উল মসজিদ নির্মাণ শুরু করেছিলেন নবাব সৈয়দ সিদ্দিক হাসান খানের স্ত্রী শাহ জাহান বেগম। পরবর্তীতে এই মসজিদ নির্মাণ সম্পন্ন করেন শাহ জাহান বেগমের কন্যা সুলতান জাহান বেগম। এই মসজিদটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ১৪১ বছর।

জামা মসজিদ

ভারতের রাজধানী দিল্লির জামা মসজিদ গোটা বিশ্বে বিখ্যাত। দিল্লির জামা মসজিদের আসল নাম হল মসজিদ-ই-জাহান নুমা। ১৬৫০-৫৬ সালের মধ্যে এই মসজিদটি তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। ওই সময় মসজিদটি নির্মাণ করার জন্য ব্যয় হয়েছিল প্রায় ১০ লক্ষ টাকা। মসজিদটি তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে লাল পাথর ও সাদা মার্বেল।

মক্কা মসজিদ

দেশের বৃহত্তম মসজিদগুলির মধ্যে রয়েছে হায়দ্রাবাদের মক্কা মসজিদ। এই মসজিদটি নির্মাণ করেছিলেন সুলতান মুহাম্মদ কুলি কুতুব শাহ। এই মসজিদে একসঙ্গে ২০ হাজার মানুষ নামাজ পড়তে পারেন।