প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় বলরাম জয়ন্তী। এই দিনে পুজো করা হয় বিশ্বের স্রষ্টা ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম জির। বলরাম জিকে বলদৌজিও বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বলরাম জির পুজো করলে সাধকের সব মনোবাঞ্ছা পূরণ হওয়ার পাশাপাশি সুখ ও সৌভাগ্য, খ্যাতি ও সম্পদ বৃদ্ধি পায়। সাধকরা এদিন ব্রহ্ম বেলা থেকে পুজো করেন ভগবান বলরামের।

বৈদিক ক্যালেন্ডার অনুসারে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি শুরু হয়েছে ২৪ আগস্ট, শনিবার সকাল ০৭:৫১ মিনিটে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ ২৫ আগস্ট, সকাল ০৫:৩১ মিনিটে। ২৪ আগস্ট পালন করা হবে বলরাম জয়ন্তী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে রয়েছে বৃদ্ধি যোগ, এই যোগের সংমিশ্রণ থাকবে রাতের শেষ অবধি। বৃদ্ধি যোগের সঙ্গে এদিন রয়েছে রবি যোগ ও শিববাস যোগ।

পঞ্জিকা অনুযায়ী, এদিন সূর্যোদয় হয়েছে সকাল ০৫:৫৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে ০৬:৫২ মিনিটে। চন্দ্রোদয় হবে রাত ০৯:৫৪ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে রাত ১০:৪৩ মিনিটে। ব্রহ্ম মুহুর্ত থাকবে সকাল ০৪:২৭ মিনিট থেকে সকাল ০৫:১১ মিনিট পর্যন্ত। বিজয় মুহুর্ত থাকবে দুপুর ০২:৩২ মিনিট থেকে বিকাল ০৩:২৪ মিনিট পর্যন্ত। গোধূলির সময় থাকবে সন্ধ্যা ০৬:৫১ মিনিট থেকে সন্ধ্যা ০৭:১৩ মিনিট পর্যন্ত। নিশিতা মুহুর্ত থাকবে রাত ১২:০১ মিনিট থেকে দুপুর ১২:৪৬ মিনিট পর্যন্ত।