![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/06/birsa-munda-death-anniversary_Quotes-5-380x214.jpg)
স্বাধীনতা সংগ্রামী বিরসা মুণ্ডার আজ প্রয়াণ দিবস। উনিশ শতকের শেষে তৎকালীন বঙ্গ-বিহার সীমানায় ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। শুরু হয় মুণ্ডা বিদ্রোহ। উনিশশো সালের ৯ জুন ব্রিটিশ জেলে তাঁর মৃত্যু হয়।
উনিশ শতকের শেষে মালভূমিতে ইংরেজ শাসক সম্প্রদায়ের বিরুদ্ধে বিরসা ও তাঁর সম্প্রদায় যুদ্ধ ঘোষণা করে। আদিবাসীদের জমি ও জঙ্গল বাঁচানোর লক্ষ্যে মিশনারীদের বিরুদ্ধে দাঁড়ান তিনি। কৃষকদের বলেন, জমির খাজনা না দিতে। মানুষের কাছে তিনি ছিলেন বিরসা ভগবান। ডুমবারি পাহাড়ে ব্রিটিশ সেনার সঙ্গে বিরসা ও তাঁর অনুগামীদের যুদ্ধ হয়। অসাধারণ যুদ্ধ করেও তির ধনুক হাতে মুণ্ডারা ইংরেজের বন্দুক-কামানের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। মারা যান কয়েকশো মানুষ। কিছুদিন পর গ্রেফতার হন বিরসা। ফাঁসির ঠিক আগের রাতে জেলে তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যু বার্ষিকীতে তারই বলা উদ্ধৃতি দিয়ে সাজানো রইল লেটেস্টলি বাংলার শুভেচ্ছা বার্তা। সকলের সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দিন সেই বার্তা-
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/06/birsa-munda-death-anniversary_Quotes-1.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/06/birsa-munda-death-anniversary_Quotes-2.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/06/birsa-munda-death-anniversary_Quotes-3.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/06/birsa-munda-death-anniversary_Quotes-4.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/06/birsa-munda-death-anniversary_Quotes-5.jpg)