সপ্তম দফার ভোট হতে বাকি মাত্র আর দু'দিন। চুড়ান্ত ব্যস্ততার মধ্যে রয়েছেন সব দলের নেতানেত্রী। এর মাঝেই কয়লা পাচারকাণ্ডে তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লাকে (Shaukat Molla) তলব করল সিবিআই। জানা যাচ্ছে, গত বুধবারই হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু ভোটের কাজে ব্যস্ত থাকার  জন্য এই মুহূর্তে তিনি যেতে পারবেন না বলে কেন্দ্রীয় সংস্থাকে স্পষ্ট জানিয়ে দেন ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক। সিবিআই সূত্রের খবর, আগামী ৪ জুন ভোটের ফলাফল প্রকাশ, সেইদিন পর্যন্ত সময় চেয়েছেন শওকত।

এদিকে অবশ্য এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বৃহস্পতিবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বলেন, "এটা নতুন কিছু নয়, এলাকার প্রতিটি মানুষ জানেন শওকত মোল্লা কয়লা পাচারের সঙ্গে যুক্ত। এখানের সব ভাঁটাতে ওই কয়লা সাপ্লাই করতো সবাই জানে, ভোট পরবর্তী হিংসাতেও সেই যুক্ত এটাও সবাই জানে"। বুধবার শওকতকে তলব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "বেচারা শওকতকে মধ্যরাতে নোটিশ পাঠিয়েছে, বলে কালকে এসে দেখা করো। এটা জমিদারি নাকি"?

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের মে মাসে প্রথম তাঁকে এই মামলায় প্রথম তাঁকে তলব করা হয়েছিল। প্রথমে সে হাজিরা এড়ালেও পরে ওই বছরের জুন মাসে সে হাজিরা দেয়। সিবিআই সূত্রের খবর, আসানসোল থেকে অবৈধভাবে যে কয়লা তোলা হচ্ছিল সেগুলি বেশিরভাগ যেত দক্ষিণ ২৪ পরগনার ইটভাটাগুলিতে। আর সেই কারণেই শওকত মোল্লার নাম এই মামলায় যুক্ত হয়। তিনি ছাড়াও এই কাণ্ডে এর আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছিস।