গ্যাংটক, ৫ জুলাই: আফ্রিকার (Africa) মাছির উপদ্রব এবার সিকিমে (Sikkim)। পূর্ব আফ্রিকার নাইরোবি মাছির (Nairobi flies) সংক্রমণ বাড়ছে সিকিমে। নাইরোবি মাছির আক্রমণে সিকিমে একের পর এক সংক্রমণ ধরা পড়ছে। সিকিমের মাঝিটারে সিকিম মনিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রায় ১০০ জন পড়ুয়া আফ্রিকান মাছির সংক্রমণে আক্রান্ত বলে খবর। শুধু তাই নয়, সিকিম মনিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যাম্পাসে আফ্রিকান মাছির সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে বলে খবর।
রিপোর্টে প্রকাশ, আফ্রিকান মাছির সংক্রমণে আক্রান্ত হওয়ার পর এক পড়ুয়ার হাতে অস্ত্রোপচার করতে হয়েেছে। যে খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: Maryam Nawaz Attacks Imran Khan: 'পাকিস্তানিরা আমেরিকার দাস', ইমরানকে কটাক্ষ মারিয়মের
সিকিমের স্বাস্থ্য দফতরের কথায়, আফ্রিকান মাছি কখনও কামড়ায় না। এই মাছির শরীর থেকে অ্যাসিড জাতীয় এক ধরনের তরল বের হয়। ওই অ্যাসিড যদি কারও শরীরের স্পর্শে আসে, তাহলে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে আক্রান্ত হন। ফলে কারও শরীরে কখনও এই আফ্রিকান মাছি বসলে, সঙ্গে সঙ্গে তাকে তাড়াতে হবে। এরপর শরীরের যে স্থানে মাছি বসে, সেই জায়গা ভালভাবে সাবান দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে বলে সিকিমের স্বাস্থ্য দফতরের এক আধিকারিক সতর্কতা প্রকাশ করেন। এই নাইরোবি মাাছি ফসলেরও প্রভূত ক্ষতি করে বলে খবর। তাই বিটল পরিবারের গেরুয়া রংয়ের সদস্য নাইরোবি মাছির সংক্রমণ থেকে রক্ষা পেতে প্রত্যককে সতর্ক থাকতে হবে বলে জানানো হয় সিকিমের স্বাস্থ্য দফতরের তরফে।