হাওড়ায় ঢালাই কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। হিট চেম্বার ফেটে আগুন লাগে গোটা কারখানায়। খবর পেয়েছে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। কার্যত যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। প্রায় কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনও খবর নেই। কারখানায় দাহ্য পদার্থের পরিমাণ এতটাই বেশি ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

গ্যাস চেম্বার ফেটে লাগল আগুন

জানা যাচ্ছে এদিন দুপুর আড়াইটে নাগাদ আচমকাই দাসনগরের (Dasnagar) ঢালাই কারখানায় কর্মরত শ্রমিকরা দেখতে পান হিট চেম্বার থেকে দাউদাউ করে আগুন জ্বলছে। সেই সময় কারখানায় কাজ করছিলেন অসংখ্য কর্মী। বিপদ বুঝে তাঁরা ধীরে ধীরে কারখানার বাইরে বেরোতে থাকে। তখনই স্থানীয় বাসিন্দারাও জানতে পারেন যে কারখানায় আগুন লেগেছে। তাঁরাই তখন দমকলে খবর দেয়।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। এসেই তড়িঘড়ি তাঁরা আগুন নেভানোর কাজ শুরু করে। অবশেষে বিকেল ৪টে ৪৫ নাগাদ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। যদিও হিট চেম্বারে আগুন কীভাবে লাগল, তার কারণ এখনও অজানা। ঘটনা তদন্ত হবে বলে জানা গিয়েছে।