ইসলামাবাদ, ৫ জুলাই: পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোপ দাগলেন মারিয়ম নওয়াজ (Maryam Nawaz)। পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ অর্থাৎ পিটিআইয়ের সরকার ফেলে দিতে হাত রয়েছে বিদেশি শক্তির। ইমরান খান এমনই বিস্ফোরক অভিযোগ করেন সরকার পড়ার আগে। এমনকী, পাকিস্তানের বেশ কিছু মানুষকে অর্থাৎ পিটিআই বিরোধীদের আমেরিকার দাস বলেও কটাক্ষ করেন। যা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়ে যায়। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন নওয়াজ শরিফ কন্যা মারিয়ম নওয়াজ।
মারিয়ম বলেন, ইমরান খান পাকিস্তানিদের আমেরিকার দাস বলে তাঁদের অপমান করেছেন। একজবন মিথ্যেবাদীকে প্রধানমন্ত্রী রূপে দেখতে হয়েছে পাকিস্তানের মানুষকে। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না বলে মন্তব্য করেন মায়িরম। পাকিস্তানের সরকার ফেলে দিতে বিদেশি শক্তির হাত রয়েছে বলে যে দাবি ইমরান থান (Imran Khan) করেন, তার চেয়ে বড় মিথ্যে আর কিছু হতে পারে না বলেও ইমরানকে কটাক্ষ করেন মারিয়ম।
পাশাপাশি ইমরান খান সব সময় ষড়যন্ত্রের তত্ত্ব আওড়ে গিয়েছেন। যা একেবারেই মিথ্যে বলেও দাবি করেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর কন্যা।