Narendra Modi, Rahul Gandhi (Photo Credit: Instagram)

নতুন দিল্লি, ২৯ মার্চ: কেরল, গুজরাট ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু অংশে উপকুলবর্তী সমুদ্র তীরবর্তী অঞ্চলে খনিজ পদার্থ উত্তোলনের জন্য খনন কাজের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সমুদ্রতীরবর্তী অঞ্চলে খনন কাজ নিয়ে মোদী সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে চিঠিতে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী লিখলেন, " কেরল, গুজরাট ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের উপকুলবর্তী সমুদ্র তীরবর্তী অঞ্চলে খনিজ সম্পদ উত্তোলনের জন্য খনন কাজের যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে তার তীব্র নিন্দা জানাই।"

টেন্ডার বাতিলের দাবি রাহুলের

নিন্দার কারণ হিসেবে রাহুল জানান, সঠিকভাবে মূল্যায়ন না করেই এই বিষয়ে টেন্ডার ডাকায় পরিবেশের ওপর কতটা প্রভাব পড়তে পারে পরীক্ষা করা হয়নি এবং তীরবর্তী অঞ্চলের ফলে সেখানকার মতসজীবীদের জীবন-জীবিকায় বড় সংশয় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রধানমন্ত্রী মোদীকে লেখা চিঠিতে রাহুল এরপর লেখেন, "সমুদ্র তীরবর্তী অঞ্চলে খনিজ পদার্থ খননের কাজ পরিবেশের ওপর কী প্রভাব পড়তে পারে তা মূল্যায়ন না করেই যেভাবে টেন্ডার ডাকা হচ্ছে তার বিরুদ্ধে সেই অঞ্চলের উপকলবর্তী সাধারণ মানুষ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন।"

প্রধানমন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতার

কড়া চিঠি রাহুলের

রাহুল চিঠির শেষের দিকে লেখেন, "আমাদের লক্ষ লক্ষ  মৎস্যজীবী বন্ধু কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে তাদের জীবন-জীবিকা নিয়ে গভীর উদ্বেগপ্রকাশ করছেন। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে সমুদ্রতীরবর্তী অঞ্চলে মাইনিং ব্লক টেন্ডার বাতিল করা হোক।"