লন্ডন সফর সেরে শনিবারই কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজ্যে ফিরে তিনি সেভাবে কোনও মন্তব্য না করলেও তাঁর সফরের অন্যতম সঙ্গী (Kunal Ghosh) অবশ্য স্পষ্ট জানিয়ে দিলেন, "মুখ্যমন্ত্রীর লন্ডন সফর একেবারেই সফল। এই বিষয়ে কোনও দ্বিমত নেই। শিল্পপতিদের সঙ্গে বৈঠক হয়েছে, রাজ্যে বড়সড় লগ্নি আসার সম্ভাবনা রয়েছে। কলকাতা থেকে লন্ডন পর্যন্ত সরাসরি বিমানব্যবস্থা চালু করা নিয়েও কথা হয়েছে"।

যদিও কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন একদল প্রতিবাদী বিক্ষোভ দেখায়। আরজি কর ইস্যু নিয়ে বিক্ষোভের মধ্যে পড়েন তিনি। এই নিয়ে কুণালের বক্তব্য, "কিছু মানুষ অনুষ্ঠানটিতে ব্যাঘাত দেওয়ার চেষ্টা করছিলেন। বাম-রামের মতো কিছু রাজনৈতিক দলের সমর্থকরা মুখ্যমন্ত্রীকে সমস্যায় ফেলার চেষ্টা করছিলেন। তবে মুখ্যমন্ত্রী কখনই তাঁদের বিরুদ্ধে কিছু বলেননি। তবে ওখানে যাঁরা শুভবুদ্ধিসম্পন্ন মানুষ ছিলেন তাঁদের ওদের বিরোধীতা করেন"।

কুণাল আরও বলেন, "ওঁরা আসলে বিশ্বের কাছে বাংলা তথা দেশের অপমান করতে চেয়েছিল। কিন্তু ওখানকার মানুষরাই ওঁদের বিরোধীতা করেন। শেষে মুখ লুকিয়ে পালিয়েও যায়। এই চক্রান্তের জবাব মুখ্যমন্ত্রী অবশ্যই দেবেন। ২৬-এর নির্বাচনে জিতে আবার যখন চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখমন্ত্রীর কুর্সিতে বসবেন, তখন আবার উনি লন্ডনে গিয়ে এর জবাব দেবেন"।