নয়াদিল্লি: আদানি গ্রুপের (Adani Group) বিরুদ্ধে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ (Hindenburg) যে রিপোর্ট (Report) প্রকাশ করেছে। সেই বিষয়ে তদন্তের (Investigation) জন্য আরও ৬ মাস সময় চাইল ভারতীয় শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি (Securities and Exchange Board of India)। এই বিষয়ে তারা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের (Supreme Court) কাছে একটি আবেদন (request) করেছে।
মার্চের ২ তারিখ এই বিষয়ে সেবিকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আগামী ২ মে-এর মধ্যে এই বিষয়ে সেবিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল তারা। শনিবার সেই বিষয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা দিয়ে তদন্ত সম্পূর্ণ করার জন্য আরও ৬ মাস তাদের দিতে হবে বলে অনুরোধ করেছে। তবে ২ মে তারা এই বিষয়ে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে বলেও জানিয়েছে।
ইতিমধ্যে সেবি আদানি গ্রুপের শেয়ার বাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানির বিস্তারিত নথি চেয়ে পাঠিয়েছে সংস্থা কর্তৃপক্ষের কাছে। সেই কোম্পানিগুলি হল আদানি এন্টারপ্রাইজ, আদানি পাওয়ার, আদানি ট্রান্সমিশ, আদানি গ্রিন এনার্জি, আদানি পোর্টস অ্যান্ড এসইজেড, আদানি টোটাল গ্যাস ও আদানি উইলমার। আরও পড়ুন: JEE Mains 2023 Results: প্রকাশিত হল জয়েন্টের ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফলাফল, ১০০ শতাংশ নম্বর পেয়েছে ৪৩ জন
The Securities and Exchange Board of India (#SEBI) moved the #SupremeCourt seeking 6-month extension to complete its probe into the Hindenburg allegations of "stock manipulation" by the #AdaniGroup. pic.twitter.com/WTrw93fMDj
— IANS (@ians_india) April 29, 2023