Doctors' Strike OPD services at RML Hospital Affected (Photo Credits: IANS)

আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) জুনিয়র চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজ্যের পাশাপাশি উত্তাল গোটা দেশ। প্রশ্নের মুখে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা। শুক্রবার থেকেই রাজ্যের প্রায় সব সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের একাংশ প্রতিবাদে সামিল হয়েছেন। এবার প্রতিবাদের আরও এক ধাপ এগিয়ে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (Federation of Resident Doctors Association)। আরজি কর কাণ্ডের বিচার, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার মত কিছু দাবি নিয়ে বিক্ষোভে বসেছে ফরডা (FORDA)। সোমবার দেশের হাসপাতালগুলোতে একাধিক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন। যার ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। চিকিৎসক কম থাকায় হাসপাতালের বহির্বিভাগে (OPD) পরিষেবা ব্যাহত হচ্ছে। লম্বা লাইনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে রোগীদের। দিল্লির আরএমএল হাসপাতালের চিত্র তুলে ধরা হল। যদিও এই একই চিত্র দেশজুড়ে প্রায় প্রতিটি সরকারি হাসপাতালের।

আরও পড়ুনঃ বাড়ছে আরজি কর-কাণ্ডের ক্ষোভ, দেশজুড়ে আন্দোলন ফোরডার

রোগীদের ভোগান্তি... 

এদিকে হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের লাগাতার চাপে ইস্তফা দিয়েছেন আরজি করের (RG Kar Medical College and Hospital) অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সোমবার সকালে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে সন্দীপ বলেন, কারোর চাপে নয়, স্বেচ্ছায় পদত্যাগ করলেন তিনি।

আরজি কর হাসপাতালে কর্তব্যরত যুবতী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে গত শুক্রবার থেকে আন্দোলনে নেমেছেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। প্রথমে তাঁরা জরুরি বিভাগ বাদে অন্যান্য বিভাগে কর্মবিরতি ঘোষণা করেছিলেন। কিন্তু সোমবার থেকে জরুরি বিভাগেও কর্মবিরতির সিদ্ধান্ত নেন তাঁরা। বিক্ষোভরত চিকিৎসকদের দাবি, উপযুক্ত তদন্তের মাধ্যমে চিকিৎসক হত্যায় দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা। সরকারি, বেসরকারি হাসপাতালগুলোতে জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দেওয়ার ফলে