দিলশাদ ও শান্নো (ছবিঃX)

নয়াদিল্লিঃ কাজ থেকে ফিরে স্ত্রীয়ের (Wife) কাছে খাবার চেয়েছিলেন। আর তাতেই চটেন স্ত্রী। ই নিয়ে বচসা বাঁধে দম্পতির মধ্যে। বচসা চরমে পৌঁছলে স্বামীকে (Husband) ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীয়ের বিরুদ্ধে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ওই যুবকের। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। মৃত যুবকের নাম দিলিশাদ। তাঁর স্ত্রীর নাম শান্নো। জানা গিয়েছে, দিলশাদ পেশায় কৃষক ছিলেন। মাঠ থেকে ফিরে স্ত্রীয়ের কাছে খাবার চেয়েছিলেন তিনি। সেখান থেকেই বচসার সূত্রপাত। দিলশাদে মা ও বোনের অভিযোগ, এরপরই দিলশাদকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেকে দেয় শান্নো। এরপর তাঁকে তড়িঘড়ি হাদপাতালে নিয়ে ছোটেন প্রতিবেশীরা। কিন্তু ততক্ষণে সব শেষ। ওই যুবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা

স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীয়ের বিরুদ্ধে

।দিলশাদের মায়ের অভিযোগ, ছেলেকে পছন্দ করত না বউমা। বিগত তিন বছর ধরে ফোনে অন্য এক পুরুষের সঙ্গে কথা বলত সে। এই নিয়ে দম্পতির মধ্যে ঝামেলা লেগেই থাকত। ইতিমধ্যেই দিলশাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে শান্নোকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। যদিও শান্নোর দাবি, সে স্বামীকে ধাক্কা দেয়নি। নিজেই পা ফসকে পড়ে গিয়েছে দিলশাদ। অন্যদিকে শান্নোর বিরুদ্ধে অভিযোগ এনেছেন মৃত দিলশাদের বোন। মৃত দিলশাদের বোন সায়রা বানুর অভিযোগ, একেবারেই সংসারি ছিলেন না শান্নো। পরকীয়ায় মগ্ন থাকতেন। তাঁকে সন্দেহ করতেন তাঁর দাদা। এই নিয়ে দাদা-বৌদির মধ্যে প্রায়ই অশান্তি হত।

 স্বামীকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিল স্ত্রী, মৃত্যু যুবকের