শনিবার মুম্বই শহরে আয়োজিত হয়েছিল একটি ফ্যাশন শো। মডেলরা তো বটেই ইন্ডাস্ট্রির বহু তারকাও র্যাম্পে হাঁটলেন এদিন। ক্যানসারের চিকিৎসার মাঝে আবারও র্যাম্পে হাঁটলেন অভিনেত্রী হিনা খান (Hina Khan)। স্তন ক্যানসারে (Breast Cancer) আক্রান্ত হিনা কেমো চলাকালীনই কাজ শুরু করে দেন। ওই অবস্থাতেই কয়েকবার ফোটোশুট করেছেন। অংশ নিয়েছেন বিভিন্ন ইভেন্টে। লড়াকু মনোভাব আর কাজের অদম্য ইচ্ছার জেরে মারণরোগও দমাতে পারেনি হিনাকে। কেমো সম্পন্ন হয়েছে তাঁর। রয়েছেন নিয়মিত চিকিৎসার মধ্যে। এদিনের ফ্যাশন মঞ্চে অভিনেত্রীকে রাজস্থানী লুকে দেখা গিয়েছে। তবে তাঁর পরনের স্কার্টটির ঝুল এতই বেশি ছিল যে, হাঁটতে গিয়ে দুবার তাঁর পায়ে সেটি বেধে যায়। হোঁচট খান তারকা। তাও কোনমতে তাল সামলে সামনের দিকে এগিয়ে গেলেন হিনা। দু-চোখ ভরা আত্মবিশ্বাসের সঙ্গে।
মঞ্চে হাঁটতে গিয়ে হোঁচট খেলেন হিনাঃ
Hina Khan walks the ramp as a showstopper for Kiaayo at Bombay Times Fashion Week 2025 ✨🖤#HinaKhan pic.twitter.com/RkqcVtO73a
— WV - Media (@wvmediaa) April 13, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)