
নয়াদিল্লিঃ এবার ডিজিটাল অ্যারেস্টের (Digital Arrest) ফাঁদে পড়ে ১৪ লক্ষ টাকা খোয়ালেন ওড়িশার বারহামপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গীতাঞ্জলি দাস। ইডি অফিসারের (ED Officer) পরিচয় দিয়ে ধাপে ধাপে ১৪ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকেরা। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ১৪ ফেব্রুয়ারি। গীতাঞ্জলি দাসকে ফোন করে বলা হয়, তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে। আর্থিক তছরুপের জড়িত থাকার অভিযোগে তিনি অভিযুক্ত বলে জানায় প্রতারকেরা। তাই তাঁকে গ্রেফতার করা হচ্ছে বলে জানানো হয় ফোনের ওপার থেকে। ফোনেই জারি করা হয় অ্যারেস্ট ওয়ারেন্ট। এরপর ১৪ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে রাখা হয় ওই উপাচার্যকে। আর এরই মাঝে ধাপে ধাপে ফাঁকা করে দেওয়া হয় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
সাইবার প্রতারণার শিকার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
প্রথম ৮০ হাজার টাকা ফেরত দিয়ে বাকিটা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় ইডির ছদ্মবেশে ফোন করা প্রতারকদের তরফে। এরপর বেশ কয়েক সপ্তাহ কেটে গেলেও টাকা ফেরত না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হন ওই উপাচার্য। এরপরই তিনি বুঝতে পারেন সাইবার প্রতারণার শিকার হয়েছেন তিনি। মামলা দায়ের করে তদন্ত শুরু করেন সাইবার ক্রাইম ব্রাঞ্চের অফিসারেরা। এই মামলায় গুজরাট থেকে গ্রেফতার করা হয় দুই প্রতারককে। এই মুহূর্তে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ফের ডিজিটাল অ্যারেসেটের ফাঁদ, প্রতারকদের জালে পা দিয়ে ১৪ লক্ষ টাকা খোয়ালেন উপাচার্য
Odisha university's VC loses Rs 14 lakh in 'digital arrest' fraud, 2 nabbed from Gujarat#OdishaUniversity#Berhampurcollege#Gujarat
Digitalarrest
Read more at: https://t.co/58fluuu74J pic.twitter.com/zShazqhH8x
— Careers360 (@careers360) April 13, 2025