রবিবাসরীয় দুুপুরে ভয়াবহ বিস্ফোরণে ঘটল অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লেতে (Anakapalle)। একটি লাইসেন্সপ্রাপ্ত বাজি কারখানা আচমকাই বিস্ফোরণ হয়। যার জেরে কমপরক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের জেরে উড়ে গিয়েছে তাঁদের দেহাংশ আহত হয়েছে ৭ জন। ধ্বংসস্তুপ থেকে এখনও উদ্ধার করা হচ্ছে দেহ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী, পুলিশ প্রশাসন। কারখানার এখনও বেশ কয়েকটি জায়গায় আগুন জ্বলছে। সেগুলি নেভানো ও উদ্ধারকাজ করছে দমকলকর্মীরা। অন্যদিকে, ঘটনাটি কীভাবে ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু।

জানা যাচ্ছে, এদিন দুপুর নাগাদ কৈলাসপত্তনমের কোটাউরতলা মণ্ডলে অবস্থিত একটি বাজি কারখানায় ঘটনাটি ঘটেছে। ঘটনার সময় কারখানায় কাজ করছিলে মহিলা, পুরুষ মিলিয়ে বেশ কয়েকজন কর্মী। তখনই আচমকা বিস্ফোরণ ঘটে। জানা যাচ্ছে, মৃত ও আহতদের মধ্যে অধিকাংশ গোদাবরী জেলার সমরলাকোটা এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে ২ জন মহিলা ছিলেন ও বাকিরা সকলেই পুুরুষ ছিলেন।

তবে ঘটনাটি কীভাবে ঘটল তা এখনও স্পষ্ট নয়। কারণ লাইসেন্সপ্রাপ্ত কারখানায় বিস্ফোরক রাখা নিষিদ্ধ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু শোকপ্রকাশ করেছেন। তিনি মৃতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেবেন বলে নিশ্চিত করেছেন