এবার ৭৫ তম সাধারণতন্ত্র দিবস। যার সার্বিক থিম, ‘স্বর্ণিম ভারত, বিরাসত সে বিকাশ।’ অর্থাৎ স্বর্ণময় ভারতের ঐতিহ্য এবং তা থেকে উন্নয়ন। এই থিম মডেল নিয়ে গত ১১ নভেম্বর থেকে হয়েছে মোট ৬টি বৈঠক। এরপরই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ১৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম ঘোষণা করা হয়।  কুচকাওয়াজের সময় কর্তব্য পথে তাদের ট্যাবলো প্রদর্শনের জন্য নির্বাচিত করা হয়েছে। গতবছর না থাকলেও এই বছর নির্বাচিত রাজ্যগুলির মধ্যে স্থান করে নিয়েছে পশ্চিমবঙ্গ। তবে পরপর চার বছর বাদ পড়েছে আপ শাসিত দিল্লির ট্যাবলো।বাদের তালিকায় অবশ্য রয়েছে তামিলনাড়ু, তেলাঙ্গানা, হিমাচল প্রদেশও।বিজেপি বিরোধী রাজ্যহলেও সুযোগ এসেছে কর্ণাটক, ঝাড়খণ্ড এবং পঞ্জাবেরও । এছাড়া রয়েছে  অন্ধ্রপ্রদেশ, বিহার, চণ্ডীগড়, দাদার নগর হাভেলি এবং দমন, এবং দিউ, গোয়া, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ত্রিপুরা এবং গুজরাট।রাজ্যগুলি ছাড়াও ১১টি কেন্দ্রীয় মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারের বিভাগও (RDC-2025)এর জন্য নির্বাচিত হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প ‘বাংলার লোকপ্রসার’ কে দেখা যাবে এবার বাংলার প্রতিনিধিত্ব করতে। রাজ্য সরকার ভিত্তিক প্রকল্প হলেও  এবার আর প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদন বাধ সাধেনি। ইতিমধ্যেই কেন্দ্রের চিঠি এসেছে নবান্নে। ট্যাবলো নির্মাণে ২৫ ডিসেম্বর থেকে রাষ্ট্রীয় রঙ্গশালায় কারিগর পাঠাতে বলা হয়েছে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সমস্ত নির্বাচিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কর্তব্য পথে তাদের কুচকাওয়াজের শেষে ২৬ থেকে ৩১ জানুয়ারি (26-31শে জানুয়ারী 2025) লাল কেল্লায় ভারত পর্বের সময় তাদের ট্যাবলো প্রদর্শনের জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে।।