Rahul Gandhi Video (Photo Credit: Twitter)

দিল্লি, ২০ অক্টোবর: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে 'ভারত জোড়ো যাত্রা' শুরু করেছে কংগ্রেস। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে কন্যাকুমারী থেকে কাশ্মীর (Kashmir) পর্যন্ত। যেখানে দেশের বিভিন্ন সম্প্রদায়, ধর্ম, বর্ণের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন রাহুল গান্ধী। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত রাহুল গান্ধীর (Rahul Gandhi) যে ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে, তা নিয়ে কার্যত আশাবাদী কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী যেভাবে জনসংযোগে মন দিয়েছেন, তার সুফল কংগ্রেস পাবে বলেই আশা করছে হাত শিবির।

কখনও বৃষ্টির মধ্যে জলে ভিজে রাহুল মানুষের উদ্দেশে বলে চলেছেন দেশের কথা। আবার কখনও রাহুল গান্ধী নিজের মায়ের মত আগলে রাখছেন বয়স্ক কাউকে। এবার তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হল।

 

যে ভিডিয়োতে রাহুল গান্ধীকে দেখা যায়, এক বৃদ্ধাকে বুকে জড়িয়ে ধরতে। তাঁর কথা শুনতে। ভিডিয়োতে দেখা যায়, রাহুল গান্ধীকে স্নেহের পরশে জড়িয়ে ধরেছেন ওই মহিলা। সবকিছু মিলিয়ে ওই বৃদ্ধার সঙ্গে রাহুল গান্ধীর ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেলের তরফে শেয়ার করা হয় রাহুলের ভিডিয়ো। 'মমতা কী ছাও' ক্যাপশন যোগ করে শেয়া করা হয় রাহুলের ভিডিয়ো।