Steve Jobs' wife attend Mahakumbh (Photo Credit: X@udayindiaNews)

আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ। প্রতি ১২ বছরে একবার আসে মহাকুম্ভ ।প্রয়াগরাজে সাজো সাজো রব । গঙ্গা, যমুনা এবং পৌরাণিক নদী সরস্বতীর সঙ্গমে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন পুন্যার্থীরা। দূর-দূরান্তের সাধু-সন্ন্যাসী ও সাধারণ মানুষের পাশাপাশি মহাকুম্ভে অংশ নিতে চলেছেন বহু ভিভিআইপি-ও। তবে সকলের আকর্ষণ কেড়ে নিয়েছেন লরেন পাওয়েল। এমারসন কালেক্টিভসের প্রতিষ্ঠাতা তথা অ্যাপেলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল (Laurene Powell Jobs) এবারের মহাকুম্ভে আসতে পারেন বলে খবর। মিডিয়া রিপোর্ট বলছে এই মহাকুম্ভে কল্পবাস পালন করবেন লরেন পাওয়েল। আগামী ১৩ জানুয়ারি মহাকুম্ভে যোগ দিয়ে তিনি নিরঞ্জন আখাড়ার মহামণ্ডলেশ্বর স্বামী কৈলাসানন্দের ক্যাম্পে থাকবেন। এখানেই তিনি  বিশেষ ধর্মীয় রীতি ‘কল্পবাস’ পালন করবেন এবং মহাকুম্ভের পূণ্যস্নানেও অংশ নেবেন ।

কল্পবাস হল, হিন্দুধর্মীয় একটি অতি প্রাচীন রীতি। এই রীতি পৌষ পূর্ণিমা থেকে মাঘী পূর্ণিমায় আয়োজিত হয়। যাঁরা তা পালন করেন, তাঁদের কল্পবাসী বলা হয়। এই সময়কালে কল্পবাসীরা প্রতিদিন গঙ্গায় পূণ্যস্নান করেন। সন্ন্যাসীদের আখাড়ায় ভ্রমণ করেন। সাধু, সন্ন্যাসীদের ধর্মীয় বাণী শোনেন। এছাড়াও ভজন, কীর্তনে অংশ নেন। হিন্দু শাস্ত্রে মনে করা হয়, আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্রে এই কল্পবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা যায়, এই সময় অত্যন্ত সাধারণ জীবনযাপন করতে হয়। টেন্টে থেকে আধ্যাত্মে মনোনিবেশ করতে হয়। বহু কল্পবাসী উপবাসও করে থাকেন। প্রার্থনা, ধ্যানের মধ্যে অনেকেই নিজেকে নিয়োজিত করে থাকেন এই সময়।

১৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত মহাকুম্ভে থাকছেন লরেন পাওয়েল জোবস। এমনই দাবি রিপোর্টের।