মুম্বই, ২০ নভেম্বর: মহারাষ্ট্রের আগামী মুখ্যমন্ত্রী হচ্ছেন উদ্ধব ঠাকরে (Uddhab Thackery)। ২২ নভেম্বর শিবসেনার বিধায়করা বৈঠকে বসতে চলেছেন। সেই প্রসঙ্গে এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে একথাই বললেন শিবসেনা নেতা আবদুল সাত্তার (Shiv Sena Leader Abdul Sattar)। তিনি বলেন, এটিই চূড়ান্ত বৈঠক, যেখানে দলের সমস্ত বিধায়ক উপস্থিত থাকবেন। আমাদের বলা হয়েছে প্রত্যেকে পাঁচ দিনের জন্য পর্যাপ্ত পোশাক ও পরিচয়পত্র নিয়ে হাজির হবেন। আমাদের কোনও একটি জায়গায় দুই থেকে তিনদিনের জন্য থাকতে হবে। তারপরই পরবর্তী পদক্ষেপ তৈরি হয়ে যাবে। এরমধ্যে শিবসেনার নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut) বুধবার আবার বলেন, “কালকের মধ্যেই সব স্পষ্ট হয়ে যাবে।” যদিও মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিজেপি, কংগ্রেস, এনসিপি মুখে কুলুপ এঁটেছে।
এরই মধ্যে মঙ্গলবার শোনা যায়, তলে তলে আবার বিজেপির সঙ্গেই জোটে যেতে চাইছে শিবসেনা। যদিও এখনও তারা সেই ৫০:৫০ তত্ত্বেই অনড় রয়েছে। তবে শিবসেনা সূত্রে জানা যায়, যদি এনসিপি-কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সরকার গড়ে তা হলে টানা পাঁচ বছরের জন্যই তারা মুখ্যমন্ত্রী পদ চাইবে। আগেই অবশ্য সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন শরদ পাওয়ার। বৈঠক শেষে তিনি জানান, মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে তাঁদের মধ্যে কোনও কথা হয়নি। যদিও তাঁদের মধ্যে রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে। শিবসেনা কয়েকদিন আগে জানিয়েছিল, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সরকার গড়া হবে মহারাষ্ট্রে। সেই সরকার তৈরি হবে শিবসেনার নেতৃত্বেই। আরও পড়ুন-Sharad Pawar Meets PM Narendra Modi: মহারাষ্ট্রের কৃষকদের বাঁচান, রাষ্ট্রপতি শাসনের মাঝেই প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শরদ পাওয়ার
এদিকে সঞ্জয় রাউত বলেন, “গত দশ-পনেরো দিন ধরে যে সব বাধা এসেছিল তা পরিষ্কার হয়ে গেছে, কালই জানতে পারবেন যে সব বাধা দূর হয়ে গেছে।” রাজ্যসভার ২৫০তম অধিবেশনে শরদ পাওয়ারের দল এনসিপির প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কৃষিসমস্যা নিয়ে আলোচনা করেন শরদ পওয়ার। তাতেই নতুন করে জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। শিবসেনার (৫৬) থেকে মাত্র দু’টি আসন কম পেয়েছে এনসিপি (৫৪), তাই তাদের সঙ্গে নিয়েও ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপির (১০৫) পক্ষে সরকার গড়া সম্ভব।