বিয়ের (Wedding) পরপরই স্ত্রীকে চড় কষালেন এক ব্যক্তি। শুনতে অবাক লাগলেও বিহারের (Bihar) নওদায় এমনই একটি ঘটনা ঘটে। যেখানে বিয়ে সারতে না সারতেই সদ্য বিবাহিতা স্ত্রীকে চড় মারেন এক পুলিশ কর্মী। যা দেখে কনের সঙ্গে যাঁরা হাজির হন, তাঁরা ক্ষেপে যান। নতুন বউয়ের পাশ থেকে ওই পুলিশ ইন্সপেক্টরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। যা নিয়ে জোর কদমে বচসা শুরু হয়। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (Viral Video) হয়ে যায়। ভিডিয়োতে দেখা যায়, মন্দিরে ঈশ্বরের সামনে বসে বিয়ে সারেন এক দম্পতি। পেশায় পুলিশ কর্মী ওই যুবক বিয়ের সময় থেকেই সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গে বদানুবাদে জড়িয়ে পড়েন। এরপর মন্দির থেকে বেরিয়েই তিনি স্ত্রীকে চড় মারেন। কী কারণে ওই দম্পতির মাঝে বিবাদ শুরু হয়, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে পুলিশ স্বামীর ওই কীর্তির পর তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন। ফলে ওই ইন্সপেক্টরকে বরখাস্ত করা হয় বলে খবর।
দেখুন কীভাবে বিয়ের পর সদ্য বিবাহিত স্ত্রীকে চড় মারেন পুলিশ কর্মী...
बिहार के नवादा में पुलिसवाले ने मंदिर में शादी के तुरंत बाद ही अपनी नई नवेली दुल्हन को थप्पड़ जड़ दिया.
महिला ने शिकायत दर्ज कराई जिसके बाद एसपी अभिनव ने दारोगा को तुरंत निलंबित कर दिया. pic.twitter.com/4Z93udWlH2
— Priya singh (@priyarajputlive) February 4, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)