নতুন দিল্লি, ১৮ মে: ঘূর্ণিঝড় আমফান (Cyclone Amphan) নিয়ে জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। প্রধানমন্ত্রীর বাসভবনেই হবে বৈঠক (Meeting)। স্বরাষ্ট্রমন্ত্রী আধিকারিকদের সঙ্গে উপস্থিত থাকবে জাতীয় বিপর্যয় দল। বিকেল ৪-টের সময় শুরু হবে বৈঠক। ঘূর্ণিঝড় মোকাবিলায় কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে এই নিয়েই আলোচনা করা হবে।
শক্তি সঞ্চয় করে এই মুহূর্তে বেশ বিপজ্জনক অবস্থানে ঘূর্ণিঝড় আমফান (Amphan)। এর প্রভাবে ভারী বর্ষণ ও ঘূর্ণিঝড়ের কবলে পড়তে চলেছে দেশের উপকূলবর্তী রাজ্য ওড়িশা। ভয়াবহতা এড়াতে রাজ্যে সমুদ্র লাগোয়া এলাকায় ১১ লক্ষ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে ওড়িশা সরকার। পশ্চিম মধ্যে এবং দক্ষিণ বঙ্গোপসাগরের উপর থেকে ১৩ কিলোমিটার বেগে বয়ে যাবে এই ঘূর্ণিঝড় আমফান। আগামী ১২ ঘণ্টার মধ্যে আরও শক্তি সঞ্চয় করে ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে আমফান। এই প্রবল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ধূলিসাৎ হবে মাটির বাড়ি, আংশিক ক্ষতিগ্রস্তের তালিকায় পড়তে চলেছে পাকাবাড়িও। ঝড়ের কবলে পড়ে বিদ্যুং বিপর্যয়ও অবশ্যম্ভাবী। আরও পড়ুন, আগামী কয়েক ঘণ্টায় ভয়াবহ আকার নেবে ঘূর্ণিঝড় আমফান, পশ্চিমবঙ্গেই বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা
নরেন্দ্র মোদির টুইট:
PM Narendra Modi to chair a high-level meeting with the Ministry of Home Affairs (MHA) and National Disaster Management Authority (NDMA) today at 4 PM, to review the arising cyclone situation in parts of the country. #Amphan (file pic) pic.twitter.com/gvcNgQQkeU
— ANI (@ANI) May 18, 2020
মৌসম ভবনের টুইট:
The Extremely Severe Cyclonic Storm ‘AMPHAN’ (pronounced as UM-PUN) intensified into Super Cyclonic Storm at 1130 IST of today, the 18th May, 2020.
— India Met. Dept. (@Indiametdept) May 18, 2020
১২০-১৪০ কিলোমিটার বেগে ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড়। ঝোড়ো হাওয়া, বৃষ্টির পাশাপাশি আগামী দু-তিনদিন উত্তাল থাকবে সমুদ্র। ফলে সতর্ক প্রশাসন। মত্সজীবীদের সমুদ্র থেকে অবিলম্বে ফিরতে বলা হয়েছে। পুরীতে সমুদ্রবর্তী সব দোকান আপাতত বন্ধ করা হয়েছে। সৈকতে চলছে মাইকিং। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে পৌঁছেছে এনডিআরএফের দল। পুরী, ভুবনেশ্বর, জাজপুর, ময়ুরভঞ্জ সহ একাধিক জায়গায় মোতায়েন এনডিআরএফের ১০টি টিম।