Representational Image | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৭ জুন: আরও মহার্ঘ হল জ্বালানি তেলের (Fuel Price) দাম। করোনা পরিস্থিতিতে নাজেহাল মানুষকে আরও উদ্বিগ্ন করছে পেট্রল, ডিজেলের (Petrol-Diesel) বাড়তে থাকা দাম। বাড়তে বাড়তে চার মেট্রো শহরগুলিতে পেট্রলের দাম ইতিমধ্যেই ১০০ ছাড়িয়ে গেছে। এবার অন্য তিন শহরেও সেঞ্চুরি ছুঁইছুঁই। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এদিন আরও দাম বাড়িয়েছে পেট্রল-ডিজেলের।

কলকাতায় পরপর ২ দিন বাড়ল পেট্রল-ডিজেলের দাম। লিটারপ্রতি ২৬ পয়সা বেড়ে পেট্রলের দাম লিটারে ৯৫ টাকা ২৮ পয়সা। ডিজেলে লিটারপ্রতি ২৭ পয়সা বেড়ে দাম হল ৮৯ টাকা ০৭ পয়সা। রাজধানী দিল্লিতেও প্রত্যেকটি শহরেই পেট্রল-ডিজেলের দাম বেড়েছে ২৭-২৮ পয়সা। রাজধানী দিল্লিতে আজ পেট্রল বিকোচ্ছে লিটারপ্রতি ৯৫.৩১ টাকায়। ডিজেলে লিটারপ্রতি দাম ৮৬.২২ টাকা। গত ২৯ জুন মুম্বইতে ১০০ ছুঁয়েছে পেট্রলের দাম। আজ তা বেড়ে দাঁড়িয়েছে প্রতি লিটারে ১০১.৫২ টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি ৯৩.৭৮ টাকা। চেন্নাইতে পেট্রলের দাম ৯৬.৭১ টাকা প্রতি লিটার ও ডিজেলে ৯০.৩৮ টাকা প্রতি লিটার। গত ১ মাসে লিটারপ্রতি ৫ থেকে ৬ টাকা বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম। ভোপালেও লিটার প্রতি পেট্রলের দাম ১০৩.১৭ টাকা। আরও পড়ুন, রাজ্যপালকে 'আঙ্কেলজি' সম্বোধন করে 'স্বজনপোষণের' অভিযোগ মহুয়া মৈত্রের

করোনা, লকডাউনে জীবিকা হারিয়ে কেউ বেকার, কারও বা বেতন হ্রাস, কারোর আবার ব্যবসা চরম মন্দায় ডুবে রয়েছে। এরমধ্যে প্রতিদিন এভাবে পেট্রল-ডিজেলের দাম বাড়ায় দুর্বিষহ হয়ে পড়ছে সাধারণ মানুষ। স্বাভাবিকভাবেই জ্বালানি তেলের দাম বাড়লেই সাধারণ জিনিসপত্রেরও দাম বাড়বে। এই দুঃসময়ে কীভাবে জীবনযাপন করবে তা নিয়ে আশঙ্কা থেকেই যায়। যদিও এব্যাপারে এখনও নির্বিকার কেন্দ্র সরকার।