Parliament (Photo Credits: ANI)

দিল্লি, ১৯ ডিসেম্বর, ২০২৪ঃ আজ ৩১ জন সংসদ সদস্যের সমন্বয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটিতে 'এক দেশ এক ভোট' সংক্রান্ত বিলগুলো  পাঠাবে সরকার। প্রস্তাবিত যৌথ সংসদীয় কমিটি ()তে নিয়ম অনুযায়ী সর্বাধিক ৩১ জন সদস্য থাকতে পারেন,যার মধ্যে ২১ জন লোকসভা সদস্য এবং ১০ জন রাজ্যসভা সদস্য । এমনিতে এই সংসদীয় কমিটির মেয়াদ ৯০ দিন। তবে প্রয়োজনে তা বাড়ানো হতে পারে। এই কমিটি বিচার করবে ‘এক দেশ, এক ভোট’ সংক্রান্ত দুটি বিলে কোথাও কোনও সংশোধন বা সংযোজনের প্রয়োজন রয়েছে কিনা। এর পর বিল দুটি পেশ হবে লোকসভায়। সেখানে পাশ হলে, রাজ্যসভা হয়ে বিল দুটি যাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির শিলমোহরের পরই আইনে পরিণত হবে বিলটি। তবে লোকসভা হোক বা রাজ্যসভা বিলটি পাশ করাতে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন মোদি সরকারের। যা কোনও কক্ষেই সরকারের কাছে নেই।

বিলগুলিকে আনুষ্ঠানিকভাবে সংবিধান (একশত উনবিংশ সংশোধনী) বিল, ২০২৪ এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল, ২০২৪ এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধন) বিল, ২০২৪ হিসাবে নামকরণ করা হয়েছে। বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও সরকার পক্ষে বেশি ভোট পড়ায় গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সংসদে পেশ হয়েছে ‘এক দেশ, এক ভোট’ (One Nation One Election) বিল। যদিও এখনই বিল পাশ করানো পথে না হেঁটে তা পাঠানো হচ্ছে সংসদের যৌথ কমিটিতে (জেপিসি)। এদিকে শুক্রবার শেষ হচ্ছে শীতকালীন অধিবেশন। তার আগে দ্রুত কমিটি গঠন করতে রাজনৈতিক দলগুলিকে সদস্যের নাম প্রস্তাবের নির্দেশ দিয়েছেন স্পিকার ওম বিড়লা। ইতিমধ্যেই কমিটিতে যাদের নাম সামনে এসেছে তারা হলেন বিজেপি নেতা পিপি চৌধুরী, অনুরাগ সিং ঠাকুর, এবং পরশোত্তমভাই রুপালা, কংগ্রেস এর প্রিয়াঙ্কা গান্ধী এবং মণীশ তেওয়ারি, তৃণমূলের কল্যাণ ব্যানার্জি, এনসিপি (এসপি) এর সুপ্রিয়া সুলে।