কমল হাসান(Twitter: Screengrab/Twitter@ikamalhaasan)

দিল্লি, ১৬ সেপ্টেম্বর: একদিন আগে জোর গলায় গোটা ভারতকে এক ভাষা এক রাষ্ট্রে পরিণত করার কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে এনিয়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অমিত শাহ যে হিন্দি ভাষাকেই জাতীয় ভাষা হিসেবে প্রাধান্য দিচ্ছেন তা বলাই বাহুল্য। বহু ভাষা ভাষির দেশ ভারতে এনিয়ে আন্দোলন হবে তা একেবারেই স্বাভাবিক। এবার অমিত শাহের এক ভাষা এক রাষ্ট্রের বিরুদ্ধে গর্জে উঠলেন দক্ষিণের অভিনেতা রাজনীতিক কমল হাসান (Kamal Haasan)। তিনি অমিত শাহকে মনে করিয়ে দিয়ে বলেন, ‘বৈচিত্রের মধ্যে ঐক্য থাকবে, এই প্রতিশ্রুতি নিয়েই ১৯৫০ সালে গোটা ভারত প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল।’

এক ভিডিও বার্তায় এমএনএম প্রধান কেন্দ্রের বিজেপি সরকারকে সাবধান করে বলেন, “এই এক ভাষা এক রাষ্ট্রের সিদ্ধান্তে কেন্দ্র অটল থাকলে গোটা দেশজুড়ে ভাষাভিত্তিক বিরোধিতা অনিবার্য যা দক্ষিণের জাল্লিকাট্টু বিক্ষোভকে ছাড়িয়ে যাবে কয়েক পলকেই। ভারতীয় ইউনিয়নকে তৈরি করতে দেশের প্রচুর রাজা তাঁদের রাজত্ব দিয়ে দিয়েছেন। তবে দবে দেশ গঠনে কোনও ভারতীয়ই তাঁর ভাষা, সংস্কৃতি ও আত্ম পরিচয়কে ত্যাগ করবেন না। ভারত ও তামিলনাড়ুর এমন কোনও যুদ্ধের প্রয়োজন সত্যিই নেই। গোটা দেশের বাসিন্দাই ভালবেসে বাংলায় রচিত জাতীয় সংগীত গান। সেই জাতীয় সংগীতের ভাষা বাংলা হলেও তাতে কারোর কোনও আপত্তি নেই কারণ জাতীয় সংগীতে প্রতিটি রাজ্যের ভাষা সংস্কৃতির প্রতি সম্মান দেখানো হয়েছে। সেই সুন্দর ভারতকে যদি হিন্দিতে বাঁধার চেষ্টা হয় তাহলে ফল ভাল হবে না। এই অবিবেচকের মতো বোকামির ফল ভুগবে গোটা দেশ।” আরও পড়ুন-শীর্ষ আদালতের রায়, অবশেষে কাশ্মীরের মাটিতে পা রাখতে পারবেন গুলাম নবি আজাদ

দুদিন আগেই হিন্দিকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার কথা বলেন অমিত শাহ (Amit Shah)। তারপর থেকেই দাক্ষিণাত্যের বিভিন্ন রাজ্য থেকে তীব্র বিরোধিতা শুরু হয়েছে। বিশেষ করে তামিলনাড়ু ও কর্ণাটকের রাজনীতিকরা এই মর্মে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। সবার একটাই বক্তব্য সংবিধানে ২২টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকার কে সেই সংবিধানকে অস্বীকার করে। শাহর বক্তব্য প্রকাশ্যে আসার পরেই ক্ষোভ ঝরে পড়েছে ডিএমকে নেতা এমকে স্ট্যালিনের (MK Stalin) কথায়। তিনি সাফ বলেছেন, অমিত শাহ এই বেলা তাঁর ভুল শুধরে নিন। নাহলে এই একভাশাকে কেন্দ্র করে গোটা ভারত রণক্ষেত্রে পরিণত হবে। হিন্দি ভারতের একমা্ত্র ভাষা, কেন্দ্রের এই সিদ্ধান্তকে ভুল বলেছেন, পিএমকে নেতা এস রামাদোস।