Representational Image (Photo Credits: IANS)

সামনেই বিয়ে, তাই দাদার বাড়িতে আইবুড়োভাত খেতে এসেছিলেন। কবজি ডুবিয়ে খাওয়াদাওয়া করে যেই হবু বর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন, তখন তাঁর চোখ ছানাবড়া। এসেছিলেন ঝা চকচকে নতুন বাইকে, আর সেখানে এখন রয়েছে ভাঙাচোড়া লেডিবার্ড সাইকেল। যুবকের বুঝতে অসুবিধা হল না যে তাঁর বাইক গিয়েছে চুরি। বুধবার গভীর রাতে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল চুঁচুড়া থানা (Chinsurah Police Station) এলাকার ইমামবাজারে। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানিয়েছেন সৈয়দ মহম্মদ ওয়াসিম নামে ওই যুবক। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে বাইক ও চোরের সন্ধান চালাচ্ছে।

জানা যাচ্ছে, বুধবার রাতের দিকে দাদার বাড়িতে আইবুড়োভাত খেতে গিয়েছিলেন ওয়াসিম। পৌনে ১১টা নাগাদ যখন খাওয়াদাওয়া শেষ করে বাড়ির বাইরে গলিতে আসেন, তখন দেখেন দাদার দুটো বাইক রয়েছে, কিন্তু সেগুলির পাশে পার্ক করা তাঁর বাইক নেই। বদলে রয়েছে একটি লেডি বার্ড সাইকেল। এরপর পরিবারের সদস্যরা মিলে এলাকায় খোঁজাখুজি করেন, কিন্তু তা পাওয়া যায় না।

এদিকে আগামী ফেব্রুয়ারি মাসেই যুবকের বিয়ে। তার আগে লক্ষাধিক টাকার বাইক আচমকাই খোয়া যেতে বেকায়দায় পড়েছেন ওয়াসিম। যুবক জানান, বাইকের হ্যাণ্ডেল লক করা ছিল, তা সত্ত্বেও চোর লক ভেঙে বাইক নিয়ে পালিয়েছে। পুলিশে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছে সে। আর সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।