নয়াদিল্লি: আজ মুক্তি পেল বিজেপি সাংসদ এবং বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) ছবি ‘এমারজেন্সি’ (Emergency)। শিখ সংগঠনগুলি সিনেমাটির বিরুদ্ধে প্রতিবাদ করায় সিনেমাটি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল।
১৬ জানুয়ারি ছবিটির প্রেস স্ক্রিনিংয়ের পর আজ ছবিটি পেক্ষাগৃহে মুক্তি পেল। ছবিতে কঙ্গনা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। তিনি নিজেই এই ছবির লেখক এবং পরিচালক। ১৭ জানুয়ারি দেশে জাতীয় সিনেমা দিবস পালিত হচ্ছে তাই আপনি আজ মাত্র ৯৯ টাকায় এই ছবিটি পেক্ষাগৃহে দেখতে পারবেন।
ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী হওয়া থেকে শুরু করে তাঁর দ্বারা আরোপ করা ২১ মাসের জরুরি অবস্থা ও তার পরিণতি পর্যন্ত পুরো যাত্রা দেখানো হয়েছে। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করেছেন শ্রেয়স তালপাদে।