Australian Open Tennis 2025: প্রথম দুটো রাউন্ডের মত এবার আর কোনও সেট না খুইয়ে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের প্রি কোয়ার্টারে ফাইনালে উঠলেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচ (Novak Djokovic)। মঙ্গলবার মেলবোর্ন পার্কে পুরষদের সিঙ্গলসের চতুর্থ রাউন্ডে রেকর্ড দশবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ ৬-১, -৪, ৬-৪ হারালেন চেক প্রজাতন্ত্রের টমাস মাচাক-কে।
ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন জকোভিচ
এদিন বিশ্বের ২৮তম বাছাই মাচাকের বিরুদ্ধে কোনও হোঁচট না খেয়ে, দুরন্ত কিছু শট খেলে শুক্রবার ৩৭ বছরের তরুণ জকোভিচ তার পুরনো ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন। রবিবার প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে জকোভিচকে ফের খেলতে হবে আরও এক চেক প্রজাতন্ত্রের খেলোয়াড়ের বিরুদ্ধে। জকোভিচের ৪৩২ তম গ্র্যান্ডস্লাম ম্যাচের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের জিরি লেহচকা।
দুরন্ত জয় জকোভিচের
🚨 RECORD ALERT 🚨
Novak Djokovic 🇷🇸 storms into Round 4 of the Australian Open with a STRAIGHT SETS demolition of Tomas Machac! 🏆
Djokovic will face Jiri Lehecka of Czech in the battle reach Quater Final on Sunday. This would be his 432th Grandslam match.
The GOAT secures… pic.twitter.com/6z7zzskMXa
— know the Unknown (@imurpartha) January 17, 2025
ফেডেরারের রেকর্ড ভেঙেছেন
প্রসঙ্গত, গত বুধবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নেমে রজার ফেডারের রেকর্ড ভেঙে গ্র্যান্ডস্লামের ইতিহাসে সবচেয়ে বেশী ম্যাচে খেলার রেকর্ড গড়েছিলেন সার্বিয়ান কিংবদিন্তি। প্রসঙ্গত, চলতি অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দুটি রাউন্ডের ম্যাচেই একটা করে সেট খুইয়েছেন জকোভিচ। তার মধ্যে তার কেরিয়ারে এই প্রথমবার অজি ওপেনে খেলতে নেমেই প্রথম সেটে হারেন ২৪টি গ্র্যান্ডস্লামের মালিক।