ভারত, আমেরিকার জন্য প্রথম গুরুত্বপূর্ণ। 'ফাউন্ডেশন ফর ইন্ডিয়ার' একটি অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের ভিসা সার্ভিসের ব্যুরো অফ কনসুলার অ্যাফেয়ারের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুলি সাফট্। তিনি জানান, কোভিড পরবর্তী সময়ে সারা দেশে ৩৬ শতাংশের বেশি ভিসার আবেদনের পরিমান বেড়েছে। যা আশাজনক। তিনি এও জানান আগামী দিনে H1B এবং L1 ভিসার ক্ষেত্রে স্ট্যাম্পিং প্রোগাম এমাসের মধ্যেই শুরু করা হবে। ডোমেস্টিক ভিসার ক্ষেত্রে পুর্ননবীকরনের প্রক্রিয়ার কাজও খুব দ্রুত গতিতে চলছে বলে জানিয়েছেন তিনি।
H1B ভিসা, যেটি আসলে একটি নন- ইমিগ্রান্ট ভিসা বলে পরিচিত যা আমেরিকান কোম্পিনাকে বিভিন্ন টেকনিক্যাল ক্ষেত্রে কাজের জন্য বাইরের দেশ থেকে কর্মী আনার সুযোগ করে দেয়।
ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হলে ভারতের নিযুক্ত আমেরিকার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জানান, ভারত ও আমেরিকার জন্য মানুষ এবং মানুষের মধ্যে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ।
ভিসার আবেদন পাওয়ার সময় কমানোর জন্য জানুয়ারি ২১ তারিখে থেকে নির্দিষ্ট শনিবারে স্পেশাল ইন্টারভিউ এর ব্যবস্থা করা হয়। ভারতে অবস্থিত নিউ দিল্লি, মুম্বাই, চেন্নাই, কোলকাতা, হায়দ্রাবাদে প্রতি নির্দিষ্ট শনিবার ভিসার ইন্টারভিউকারীদের জন্য খুলে দেওয়া হয়। যাতে ভিসা পেতে কোন অসুবিধা না হয় ভারতীয়দের। নির্ধারিত শনিবার ছাড়াও কোভিড পরিস্থিতিতে যে সমস্ত ভিসা এখনও পড়ে রয়েছে, তার দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা স্লট করা হবে বলে জানা গেছে।
তবে আগে থেকে যাদের আমেরিকার ভিসা রয়েছে তাদের ক্ষেত্রে রিমোট ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
ভিসার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে জানুয়ারী থেকে মার্চ মাসে আমেরিকা থেকে আরও বেশি অস্থায়ী কনসুলার অফিসার নিয়োগ করা হবে ভারতে।
India 'number one' priority, have reduced wait time for visa: US
Read @ANI Story | https://t.co/3ntjXYci3P#India #US #IndiaUSTies #USVisa pic.twitter.com/9sCqWQAI7c
— ANI Digital (@ani_digital) February 22, 2023