Online Fraud (Photo Credit: IANS)

পাঞ্জাব: টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে চাকরির লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার কেলেঙ্কারী আমরা দেখেছি। তবে সম্প্রতি কুরিয়ার ডেলিভারি কেলেঙ্কারি বেড়েছে। পাঞ্জাবে এক মহিলা সেই ফাঁদে পা দিয়ে টাকা খোয়ালেন। মোহালিতে বসবাসকারী শেফালি চৌধুরী নামের মহিলা প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে ৮০০০০ টাকা খোয়ালেন।

শেফালির কাছে একটি ফোন আসে, ফোনে তাঁকে তাঁর একটি পার্সেল আছে বলে জানানো হয়। নিজে কিছু অর্ডার না করলেও অন্য কেউ পাঠিয়েছেন মনে করে শেফালি পার্সেলটি নিতে রাজি হন। কিন্তু পার্সেলটি হাতে পেতে ৫ টাকা ‘হ্যান্ডলিং চার্জ’ হিসেবে অনলাইন পেমেন্ট করতে হবে বলে ফোনের ওপার থেকে বলা হয়। টাকার পরিমাণ অত্যন্ত কম হওয়ায় ৫ টাকা দিতেও রাজি হয়ে যান তিনি। শেফালি যখন ৫ টাকা অনলাইন পেমেন্ট করেন তখন তাঁর অ্যাকাউন্ট থেকে ৪০০০০ টাকা করে দুবার মোট ৮০০০০ টাকা কেটে নেওয়া হয়। আরও পড়ুন:  Dry Day on Chhath Puja: রবিবার ছট পুজোয় দিল্লিতে ‘ড্রাই ডে’, বন্ধ থাকবে মদের দোকান

কীভাবে নিরাপদ থাকবেন-

এই ধরনের প্রতারণা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এই ধরনের স্ক্যাম থেকে নিরাপদ থাকার জন্য, সর্বদা মনে রাখবেন যে কোনও অফিসিয়াল কুরিয়ার ডেলিভারি ডেলিভারির আগে "হ্যান্ডলিং চার্জ" চাইবে না। সর্বদা ক্রস-চেক করুন এবং বন্ধু এবং পরিবারের সঙ্গে কথা বলে যাচাই করে নিন। সবসময় শুধুমাত্র অফিসিয়াল লিঙ্ক ব্যবহার করুন। এ ছাড়া ভুয়া কোনও লিঙ্কে ক্লিক করবেন না। অর্থাৎ, যদি কোনও অচেনা ব্যক্তি যদি কোনও লিঙ্ক শেয়ার করে তবে ভুল তাতে ক্লিক করবেন না। আজকাল আধার বা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার নামেও প্রতারণা চলছে পুরোদমে।এসব ক্ষেত্রে সবসময় অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করা উচিত।