কলকাতাঃ ৩৯ দিনে পড়েছে জুনিয়র ডাক্তারদের(Junior Doctors) লড়াই। এখনও নিজেদের পাঁচ দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। যতক্ষণ না সব দাবিদাওয়া মানা হবে ততক্ষণ পর্যন্ত রাজপথ আঁকাড়েই পড়ে থাকবেন তাঁরা, এমনটাই জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের(West Bengal Junior Doctors Front) তরফে। ফের মুখ্যমন্ত্রীর(Chief Minister) সঙ্গে বৈঠকে বসার আর্জিও জানিয়েছেন তাঁরা। অনেক কাঠখড় পুড়িয়ে শেষমেশ মুখ্যমন্ত্রীর সামনে নিজেদের পাঁচ দফা দাবি রাখতে পেরেছিলেন জুনিয়র ডাক্তারেরা। তাঁদের বেশকিছু দাবিকে মান্যতা দিয়েছে রাজ্য সরকার। চিকিৎসকদের সেই দাবি মেনে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থসহ স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানো হয় সরকাররে তরফে। এরপরই প্রশ্ন উঠতে থাকে কবে কাজে যোগ দেবেন জুনিয়র চিকিৎসকেরা? এই প্রশ্নের উত্তরেই তাঁরা জানান এখনই কর্মবিরতি তুলছেন না তাঁরা। এই সিন্ধান্তের পিছনে তাঁদের যুক্তি, পাঁচ দফা দাবির চতুর্থ এবং পঞ্চম দফা এখনও পূরণ হয়নি। সেই নিয়ে প্রশাসনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান তাঁরা। ইতিমধ্যেই আলোচনা চেয়ে মুখ্যসচিবকে ইমেল করার পরিকল্পনা করে ফেলেছেন জুনিয়র চিকিৎসকরা। এই বৈঠকের উপরেই নির্ভর করছে আন্দোলনের ভবিষ্যৎ। মঙ্গল রাতে জিবি মিটিং-এর পর জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন," আমরা কর্মক্ষেত্রে নিরাপত্তা চাই। আমরা চাই না ফের হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটুক। আমাদের চতুর্থ এবং পঞ্চম দাবি মানা হয়নি। তাই আমরা মনে করি সাধারণ মানুষের স্বার্থে সরকারি হাসপাতালে সুস্থ পরিবেশ গড়ে তুলতে সরকারের সঙ্গে দ্রুত আলোচনা হওয়া উচিত।"
আলোচনা চেয়ে ফের মুখ্যসচিবকে ইমেলের পরিকল্পনা জুনিয়র ডাক্তারদের
Protesting doctors to send letter to Bengal Chief Secretary
— NDTV (@ndtv) September 18, 2024
#NewsFatafat | The protesting doctors at Kolkata's RG Kar Medical College and Hospital, where a trainee doctor was raped and killed, have announced they will continue their strike until all their demands are met, including the removal of the Health Secretary. They are also… pic.twitter.com/jZDdkY0maT
— ET NOW (@ETNOWlive) September 18, 2024