Kanwar Yatra (Photo Credit: X)

 নয়াদিল্লি: উত্তরপ্রদেশে যোগী সরকারের নির্দেশিকা ঘিরে বিতর্ক দানা বাঁদছে। যোগীর নির্দেশিকা অনুসারে, এবার কানওয়ার যাত্রা (Kanwar Yatra) পথে সব দোকানে মালিকের নাম ও ফোন নম্বর লিখে রাখতে হবে।  এই নির্দেশে সেখানকার মুসলিম ব্যবসায়ীদের পেটে টান পড়ার উপক্রম। তবে এই নির্দেশিকা শুধু উত্তরপ্রদেশে নয়, উত্তরাখণ্ড ও মধ্যপ্রদেশের দোকানগুলোতেও জারি করা হয়। যোগী সরকারের এই সিদ্ধান্তে তিরস্কার করছেন বিরোধীরা, সমালোচনা করছেন NDA-এর কয়েকটি শরিক দলও। এই নির্দেশিকায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করেছ।

বিষয়টি নিয়ে মার্কিন আধিকারিক ম্যাথিউ মিলারকে (US Department Spokesperson Matthew Miller) প্রশ্ন করলেন এক পাকিস্তানি সাংবাদিক (Pakistani Journalist)। তিনি প্রশ্ন করেন, কানওয়ার যাত্রা পথে দোকানগুলোতে মালিকদের নাম লিখে রাখতে বাধ্য করা হচ্ছে। এই নিয়ে আমেরিকার কী মত? জবাবে মার্কিন আধিকারিক ম্যাথিউ মিলার বলেন, ‘নির্দেশিকা কার্যকর হয়নি। আমরা রিপোর্ট দেখেছি, গত ২২ জুলাই ভারতের সুপ্রিম কোর্ট সরকারের এই নির্দেশিকার স্থগিতাদেশ জারি করেছে। আমরা সব সময়ই ধর্মাচরণের স্বাধীনতার পক্ষে। বিশ্বের যে কোনও স্থানে সকলের জন্য ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতার অধিকারে আমাদের সম্মান রয়েছে।'

দেখুন ভিডিও 

এদিকে এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি বলেন, এই পদক্ষেপটি থেকে ধারণা করাই যায় যে, তীর্থযাত্রীরা মুসলিম মালিকানাধীন দোকান থেকে খাবার কিনতে চাইবেন না। ওয়াইসি এটিকে দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য এবং নাৎসি জার্মানিতে ইহুদি ব্যবসা বয়কটের সঙ্গে তুলনা করেছেন।