Malayalam Actor Innocent Passes Away : প্রয়াত হলেন মালায়ালাম অভিনেতা ইনোসেন্ট
Photo Credit ANI

প্রয়াত হলেন মালায়লাম অভিনেতা তথা প্রাক্তন সাংসদ ইনোসেন্ট। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। কোচির একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই তাঁর জীবনাবসান হয়।

বুকে শ্বাসকষ্ট নিয়ে মার্চে ৩ তারিখ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল কতৃপক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁর শরীরের একাধিক অঙ্গপ্রতঙ্গ কাজ না করার ফলে এবং হার্ট অ্যাটাকের কারনে তার মৃত্যু হয়েছে।

বেশ কিছু বছর আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে চিকিৎসার পর রোগ থেকে মুক্তিও পান।

দীর্ঘ ৫ দশকে ৭০০ বেশি মালয়ালম ছবিতে অভিনয় করেছেন তিনি। কৌতুক অভিনেতা হিসেবে তার পরিচিতি হলেও বেশ কিছু ছবিতে ভিলেন রুপেও দেখা গেছে তাঁকে। অভিনেতার পাশাপাশি চালাকুড়ি লোকসভার সাংসদ ছিলেন তিনি।

লেফ্ট ডেমোক্রাটিক পার্টির সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে চালাকুড়ি লোকসভা কেন্দ্রে জয় লাভ করেছিলেন তিনি। সিনেমায় ১৯৭২ সালে প্রবেশ হয় তার। নৃত্যশালা ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় জগতে ক্যারিয়ার শুরু করেন ইনোসেন্ট।