চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন কারণে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালি (Sandeshkhali)। তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে উঠেছিল একাধিক অভিযোগ। সেই অভিযোগগুলি নিয়ে পথে নেমেছিল এলাকার মহিলারা। অবশেষে পুলিশ গ্রেফতার করে শাহজাহানদের। সেই সময় এই ইস্যু নিয়ে বিশেষ মুখ খোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এমনকী হাড়োয়াতে দলীয় কর্মসূচির জন্য গেলেও সন্দেশখালিতে পা মারাননি তিনি। অবশেষে ২৪-এর শেষলগ্নে এসে সরকারি কর্মসূচির জন্য সন্দেশখালিতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
জানা যাচ্ছে, আগামী ৩০ ডিসেম্বর সন্দেশখালিতে যাবেন তিনি। সেখানে বেলা ১টা নাগাদ শুরু হবে সরকারি অনুষ্ঠান। ২০ হাজার মানুষের হাতে তুলে দেওয়া হবে সরকারি পরিষেবা। এরপর আগামী ৫-৬ জানুয়ারি বেঙ্গল বিজনেস সামিটে যোগ দেবেন তিনি। তারপর ৬ জানুয়ারি গঙ্গাসাগরে যাবেন মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে। থাকবেন ৭ জানুয়ারি পর্যন্ত। এরপর ৮ জানুয়ারি ই-ভেসেলের উদ্বোধন করবেন তিনি।