অন্ধপ্রদেশ: নান্দিয়াল মধ্যবয়সী দম্পতির আত্মহত্যা (Suicide), এই আত্মহত্যার ঘটনা চমকে দিয়েছে। দম্পতীর ২৪ বছর বয়সী ছেলে একজন ট্রান্সজেন্ডারকে (Transgender) বিয়ে করতেই চাওয়ায় তাঁরা আত্মহত্যা করেছেন। নান্দিয়াল পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সুব্বা রায়ডু এবং সরস্বতী। তাঁদের একমাত্র ছেলে সুনীল কুমার বি টেক শেষ করার পরে অটোরিকশা চালানোর পেশা বেঁছে নেন, প্রায় তিন বছর আগে স্মিতা নামে পরিচিত একজন ট্রান্সজেন্ডারের প্রেমে পড়েন।
যুবকের বাবা-মা বিষয়টি জানার পর থেকে তাঁর সঙ্গে ঝগড়া করত। সম্প্রতি তাঁরা যুবককে তাঁদের পছন্দের একটি মেয়ের সঙ্গে বিয়ে করতে রাজি করার চেষ্টা করেছিলেন। যুবক মহিলাকে বিয়ে না করার বিষয়ে অনড় ছিলেন। তবে দম্পতী শেষপর্যন্ত কীটনাশক খেয়ে আত্মহত্যা জীবন শেষ করে দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, কুমার এর আগে এই বিষয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ঘটনার তদন্ত চলছে।