উৎসবের আবহে মর্মান্তিক পথ দুর্ঘটনা পূর্ব বর্ধমানে। বড়দিনে রাত অন্তিম রাত হয়ে গেল দুই ব্যক্তির। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গুসকরার মানকর রোডের ধারাপাড়া এলাকায়। জানা যাচ্ছে, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ধারাপাড়া এলাকার একটি মুদির দোকানে। সেখান থেকে একটি পথচারী, একটি সাইকেল ও বাইক আরোহীকেও ধাক্কা মেরে উল্টে যায় চারচাকা গাড়িটি। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আহত ৫ জন ভর্তি রয়েছেন বর্ধমান মেডিকেল কলেজে। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশসূত্রে খবর, এদিন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক। গুসকরার দিকে আসা ওই গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটায়। ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা এসে উদ্ধারকাজ শুরু করে। সেখান থেকেই সাতজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। এরপর বাকি ৫ জনকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। মৃতদের নাম কালীপ্রসাদ দাস (৪০) ও শ্রীমন্ত দাস (২৫)।