BCCI Naman Awards Winners List 2025: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) শনিবার (১ ফেব্রুয়ারি) মুম্বইয়ে এক অনুষ্ঠানে বার্ষিক নমন পুরস্কার ঘোষণা করেছে। সব মিলিয়ে ২৭টি পুরস্কার বিতরণ করা হয়। টেস্ট সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং সিনিয়র ওপেনিং ব্যাটার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) যথাক্রমে পুরুষ এবং মহিলা বিভাগে সবচেয়ে বড় সম্মান জিতেছেন। অন্যদিকে কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) মর্যাদাপূর্ণ কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে (Col. CK Nayudu Lifetime Achievement Award) ভূষিত করা হয়েছে। গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও (Ravichandran Ashwin) পেয়েছেন বোর্ড থেকে বিশেষ পুরস্কার। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের জন্য অনেক আনক্যাপড পুরুষ ও মহিলা ক্রিকেটারকেও পুরস্কৃত করা হয়েছে। নীচের সম্পূর্ণ তালিকা দেওয়া হল। Sachin Tendulkar: ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদান, জীবনকৃতি সম্মান পেলেন সচিন তেন্ডুলকার
বিসিসিআই অ্যাওয়ার্ডস ২০২৫ বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
ওয়ানডে আন্তর্জাতিকে সর্বোচ্চ উইকেট পুরস্কার (মহিলা) - দীপ্তি শর্মা
Time to honour the on-field excellence of #TeamIndia Women at the international stage 👏👏
🔹Most wickets in ODIs
Deepti Sharma wins the award for scalping 13 wickets in 6 matches ⚡️#NamanAwards | @Deepti_Sharma06 pic.twitter.com/WHGxwZb5QS
— BCCI (@BCCI) February 1, 2025
ওয়ানডে আন্তর্জাতিকে সর্বোচ্চ রানের পুরস্কার (মহিলা) - স্মৃতি মান্ধানা
Celebrating the on-field performance of India Women at the international stage 👏👏
🔹Highest Run-Getter in ODIs
And it's #TeamIndia vice-captain Smriti Mandhana who receives the award 🏆#NamanAwards | @mandhana_smriti pic.twitter.com/afpnOtR44l
— BCCI (@BCCI) February 1, 2025
সেরা আন্তর্জাতিক অভিষেক (মহিলা)- আশা শোভনা
A special start that led to the beginning of some memorable performances! 🌟
Meet the winner of Best International Debut - Women 👉 Asha Sobhana 👏👏#NamanAwards pic.twitter.com/P6EwCyjNCs
— BCCI (@BCCI) February 1, 2025
সেরা আন্তর্জাতিক ক্রিকেটার (মহিলা)- স্মৃতি মান্ধানা
Elegant and consistent as ever with the bat! ✨
A year filled with match-winning performances and record-breaking knocks!
Congratulations to #TeamIndia opener and vice-captain Smriti Mandhana who wins the Best International Cricketer - Women Award for the 4️⃣th time 👏👏… pic.twitter.com/8M1qBzcZK6
— BCCI (@BCCI) February 1, 2025
সেরা মহিলা ক্রিকেটার (জুনিয়র ডোমেস্টিক)- ঈশ্বরী আওয়াসারে (মহারাষ্ট্র)
জগমোহন ডালমিয়া ট্রফি সেরা মহিলা ক্রিকেটার (সিনিয়র ঘরোয়া ক্রিকেট)- প্রিয়া মিশ্র (দিল্লি)
সেরা আন্তর্জাতিক অভিষেক (পুরুষ)- সরফরাজ খান
His first appearance with India made a lasting impression! 😎
Presenting the winner of Best International Debut - Men
And it goes to #TeamIndia batter Sarfaraz Khan 👏👏#NamanAwards pic.twitter.com/bHxo9UxI5y
— BCCI (@BCCI) February 1, 2025
পলি উমরিগর পুরস্কার সেরা আন্তর্জাতিক ক্রিকেটার (পুরুষ) - জসপ্রীত বুমরাহ
🚨 𝗣𝗼𝗹𝗹𝘆 𝗨𝗺𝗿𝗶𝗴𝗮𝗿 𝗔𝘄𝗮𝗿𝗱 🚨
Unplayable deliveries, unparalleled spells, unbelievable match-winning performances 🔥
ONE Player 💪
Best International Cricketer - Men goes to none other than Jasprit Bumrah 🏆🙌#NamanAwards | @Jaspritbumrah93 pic.twitter.com/cBslS0HA6S
— BCCI (@BCCI) February 1, 2025
বিসিসিআই বিশেষ পুরষ্কার - রবিচন্দ্রন অশ্বিন
One of the finest all-rounders in international cricket with a career decorated with class, consistency and commitment! 👏👏
Congratulations to Ravichandran Ashwin for winning the BCCI Special Award 🏆#NamanAwards | @ashwinravi99 pic.twitter.com/QNHx4TAkdo
— BCCI (@BCCI) February 1, 2025
কর্নেল সি কে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড - সচিন তেন্ডুলকর
🚨 𝗖𝗼𝗹. 𝗖.𝗞. 𝗡𝗮𝘆𝘂𝗱𝘂 𝗟𝗶𝗳𝗲𝘁𝗶𝗺𝗲 𝗔𝗰𝗵𝗶𝗲𝘃𝗲𝗺𝗲𝗻𝘁 𝗔𝘄𝗮𝗿𝗱 🚨
He has given innumerable moments for cricket fans to celebrate and today we celebrate the Master 🫡🫡
The legendary Mr. Sachin Tendulkar receives the prestigious award 🏆
Many congratulations… pic.twitter.com/C3lE7Cfdsd
— BCCI (@BCCI) February 1, 2025
বিসিসিআইয়ের ঘরোয়া টুর্নামেন্টে সেরা পারফরম্যান্স – মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন
অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে সর্বোচ্চ উইকেট শিকারি জগমোহন ডালমিয়া ট্রফি – হেমচূদেশন জেগানাথন (তামিলনাড়ু)
অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের জন্য জগমোহন ডালমিয়া ট্রফি – লক্ষ্য রাইচন্দানি (উত্তরাখণ্ড)
অনূর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফিতে সর্বোচ্চ উইকেট শিকারি এমএ চিদাম্বরম ট্রফি – বিষ্ণু ভরদ্বাজ (মধ্যপ্রদেশ)
অনূর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের জন্য এমএ চিদাম্বরম ট্রফি – কাব্য তেওটিয়া (উত্তরপ্রদেশ)
অনূর্ধ্ব-২৩ সিকে নাইডু ট্রফিতে সর্বোচ্চ উইকেট শিকারীর জন্য এমএ চিদাম্বরম ট্রফি (প্লেট গ্রুপ) – নেইজেখো রুপরেও (নাগাল্যান্ড)
অনূর্ধ্ব-২৩ সিকে নাইডু ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের জন্য এমএ চিদাম্বরম ট্রফি (প্লেট গ্রুপ)- হেম ছেত্রী (নাগাল্যান্ড)
অনূর্ধ্ব-২৩ সিকে নাইডু ট্রফিতে সর্বোচ্চ উইকেট শিকারি এমএ চিদাম্বরম ট্রফি (এলিট গ্রুপ)- পি বিদ্যুৎ (তামিলনাড়ু)
অনূর্ধ্ব-২৩ সিকে নাইডু ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের জন্য এমএ চিদাম্বরম ট্রফি (এলিট গ্রুপ)- অনীশ কেভি (কর্ণাটক)
মাধবরাও সিন্ধিয়া পুরস্কার রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ উইকেট শিকারি (প্লেট গ্রুপ)- মোহিত জাংরা (মিজোরাম)
রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে মাধবরাও সিন্ধিয়া পুরস্কার (এলিট গ্রুপ)- তনয় ত্যাগরাজন (হায়দরাবাদ)
মাধবরাও সিন্ধিয়া পুরস্কার রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী- অগ্নি চোপড়া (মিজোরাম)
মাধবরাও সিন্ধিয়া পুরস্কার রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক (এলিট গ্রুপ)- রিকি ভুই (অন্ধ্রপ্রদেশ)
ঘরোয়া সীমিত ওভারের প্রতিযোগিতায় সেরা অলরাউন্ডারের জন্য লালা অমরনাথ পুরস্কার - শশাঙ্ক সিং (ছত্তিশগড়)
রঞ্জি ট্রফিতে সেরা অলরাউন্ডারের জন্য লালা অমরনাথ পুরস্কার - তানুশ কোটিয়ান (মুম্বই)
ঘরোয়া ক্রিকেটে সেরা আম্পায়ার- অক্ষয় তোত্রে